নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পরম্পরা মেনে প্রতি বছরের মতন এবারেও দশ মাইল প্রতিযোগিতা হল ২৩ শে জানুয়ারি।মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ বছর ৫৯ তম বর্ষ। আর সেই ৫৯ তম বর্ষে অংশ নিল ১৪০ জন প্রতিযোগী জেলা সহ ভিন রাজ্যের। দৌড় শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করেন বিশিষ্ট অতিথিবৃন্দ।
মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫৯ তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা।এদিন ২৩ শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় জেলা সহ ভিন জেলার ও ভিন রাজ্যে মিলিয়ে মোট ১৪০ জনপ্রতিযোগী অংশগ্রহণ করে।প্রতিবছরের মতো এ বছরও এই দৌড় প্রতিযোগিতায় ঘিরে ছিল মেদিনীপুরের সাজ সাজো রব।সকাল সকাল দৌড়বিদদের উৎসাহ দিতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মেদিনীপুরের মানুষজন। হাততালি,অনেকে বাহবা দিয়ে তাদের উৎসাহিত করেন। যদিও দৌড় শেষে সফল প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়।
এই দৌড় শেষে প্রথম হয়েছেন তরুণ সংঘ ক্লাবের লোকেশ চৌধুরী (৪৭ মিনিট ),দ্বিতীয় হয়েছেন রঞ্জিত প্যাটেল (৪৮ মিনিট ),তৃতীয় হয়েছেন বজরং ক্লাবের আরিফ আলি (৫০ মিনিট ),এই তিনজনেরই বাড়ি উত্তরপ্রদেশে।প্রথম পুরস্কার পান ৩০ হাজার টাকা নগদ, দ্বিতীয় ২০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী ১৫ হাজার টাকা।এই পুরস্কার মঞ্চে উপস্থিত হয়েছিলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার,মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি,পৌর সভার চেয়ারম্যান সৌমেন খান,পুলিশ আধিকারিক আতিবুর রহমান,বিশিষ্ট সমাজ সেবী সুজয় হাজরা, বিশিষ্ট সমাজসেবী শান্তনু চক্রবর্তী,নির্মাল্য চক্রবর্তী, ক্লাবের সম্পাদক সুনীল সামন্ত,ইন্দ্রজিৎ পানীগ্রাহী প্রমুখ।তারা পুরস্কার গুলো তুলে দেন বিজয়ীদের হাতে।