2023 এর মহকুমা ফুটবল লিগে জয়ী রাঙামাটি সমাগম ক্লাব!পুরস্কৃত করলেন পুলিশ সুপার,বিধায়করা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেদিনীপুর সদর মহকুমা ফুটবল লীগ ২০২৩ শুরু হলো পুজোর সময়।গতকাল A ডিভিশনের খেলার পর আজ অরবিন্দ স্টেডিয়ামে B ডিভিশনের খেলা গুলো হয়।এই খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।এইদিন ফাইনালে মেরিনাস বনাম সমাগম ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। মহকুমা লীগ শেষ হলে যারা জয়ী হবে তারা আগামীদিনে জেলা লীগ খেলবে।এই দিনের এই খেলায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক দীনেন রায় সহ জেলার প্রাক্তন বিশিষ্ট ফুটবলাররা।এই খেলা নিয়ে স্টেডিয়ামে ছিল রীতিমতো টান টান উত্তেজনা।যদিও শেষ পর্যন্ত মেদিনীপুর পুলিশ অ্যাথলেটি ক্লাব এবং বি ডিভিশন চ্যাম্পিয়ন হলো হয় রাঙামাটি সমাগম ক্লাব।বিগত দুই মাস ধরে চলা এই লীগ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মহকুমা ক্রীড়া সংস্থার সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ ও সঞ্জিত তোরাই সকলকে ধন্যবাদ জানান।

এই বিষয়ে সন্দীপ সিংহ বলেন মেদিনীপুরের এই ফুটবল লিগ আজ নয় দীর্ঘ ৩০ বছর ধরে চলছে। মোট ১৬ টি দল অংশ নিয়েছে।তারা জেতার পর প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল এরপর স্টেট লেভেলে অংশ নেবে।


Share

dnews.in