নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আগামী ৭ই নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন অনুষ্ঠান।আর এই সমাবর্তন অনুষ্ঠানে আচার্য রাজ্যের রাজ্যপাল শংসাপত্র প্রদান করবেন।শংসাপত্র পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের জন্য জারি হলো নোটিফিকেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম এই লিংকে Registration করে নেবেন।দেখে নিন আপনার টা আছে তো !
http://convocation.vidyasagar.ac.in/AwardList/Default.aspx