410 বছরের জমিদার বাড়ির প্রাচীন সন্ধিপুজো!প্রদীপ জ্বালিয়ে পুজো দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুরে যে সকল বনেদী বাড়ি আছে তার মধ্যে এক অন্যতম হলো চিড়িমারসায়ের নন্দী বাড়ির পুজো।এই পুজোর কটা দিনই জমজমাট ভাবে পালিত হয়।এই দুর্গাপূজোতে ভিন্ন রাজ্য ও দেশে থাকা এই নন্দী বাড়ির অংশীদারেরা দৌড়ে আসেন পুজোর কটা দিন উৎসবে অংশগ্রহণ করার জন্য।

পুজোর শেষ পর্বে নন্দী বাড়িতে সপ্তমী পূজো জমে উঠল।আর সেই পুজোর সন্ধি পুজো দেখতে ভিড় জমালেন স্থানীয় মানুষজন। প্রায় ৪১০ বছরের পুরনো এই জমিদার বাড়ির পুজো।


Share

dnews.in