শহরে 65 ফুটের বিশালকার শিবের মূর্তি? কোথাকার থিম

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সর্ববৃহৎ মন্ডপ মেদিনীপুরে।মেদিনীপুর শহরে থিমের ছড়াছড়ি।এবারে ছোট বাজার রবীন্দ্রনগরের পাশাপশি টিভি টাওয়ার অরবিন্দ নগরের এবারের থিম আদি যোগী।প্রায় ৬৫ ফুটের দেবাদিদেব মহাদেবের মূর্তি হচ্ছে এই পুজো উদ্যোক্তাদের।প্রতিমা থাকছে সাবেকি।বাজেট ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। মন্ডপ প্রতিমা ছাড়াও থাকছে লেজার লাইটের ঝলমলে খেলা।

এই বিষয়ে পুজো উদ্যোক্তা কার্তিক ধর জানান আমাদের এবারে ১৫ লক্ষের বাজেটে আদি যোগী থিম।এর উচ্চতা ৬৫ ফুট যা নজর কাড়বে দর্শনার্থীদের।তাছাড়া থাকছে লেজারের কারসাজি।


Share

dnews.in