Car Accident:পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা!সুস্থ হলে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঝাড়গ্রামে ঘটলো বড় বিপত্তি।প্রথম দিনের পরীক্ষা শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত ফেকো নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর বাহারুনা এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় গাড়িতে থাকা ৭ জন পরীক্ষার্থী আহত হয়েছেন।গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা ক্রমে জানা যায় জামবনী ব্লকের চিঁচিড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর বিদ্যায়তন হাই স্কুলের।এরপর পরীক্ষা শেষে একটি মারুতি গাড়িতে ৪ জন ছাত্রী ও ৩ জন ছাত্র মোট ৭ জন পরীক্ষার্থী বাড়ি ফিরছিল।সেই সময় বাহারুনা এলাকায় বাহারুনা জঙ্গলের কাছে ফেকোর দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি মুখোমুখি ধাক্কা মারে পরীক্ষার্থী বোঝায় মারুতি গাড়িতে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ।তারা পরীক্ষার্থী ও গাড়ির চালককে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়।এই ঘটনার পরেই পরীক্ষা দিয়ে ফেরার পথে অন্যান্য পরীক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে।জানা গিয়েছে, মারুতি গাড়ির চালক এবং একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তপসিয়া গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এই বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বলেন,”পরীক্ষার শেষে আমাদের স্কুলের কিছু পরীক্ষার্থী একটি মারুতি গাড়িতে করে বাড়ি যাচ্ছিল।সেই সময় অপরদিক থেকে একটি চার চাকা গাড়ি এসে মুখোমুখি ধাক্কা মারে। চারচাকা গাড়ি চালক অত্যাধিক পরিমাণে মদ্যপান করেছিল এবং ওই চার চাকা গাড়ির ভেতরে প্রচুর পরিমাণে মদ রয়েছে”।ঝাড়গ্রাম জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অরুনাংশু ঘোষ বলেন,”বাহারুনার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর একটি গাড়ি দুর্ঘটনা গ্রস্থ হয়েছে।তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে এবং গাড়ির চালককে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আশা করা যায় তারা সকলেই সুস্থ হয়ে উঠবে এবং আগামী সোমবার পরীক্ষা দিতে পারবে।যদি কেউ হাসপাতালে ভর্তি থাকে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে”।


Share

dnews.in