নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
সোমবার সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির হাত ধরে শুরু হয়ে গেল মেদিনীপুর শহরের কলেজ স্কয়ারের পুজো।কলেজ স্কয়ারের এক ও অন্যতম পুজো হলো অবসর ক্লাবের সরস্বতী পুজো।এ বছর এ ক্লাবের পূজো ২৪ তম বর্ষে পদার্পণ করলো।প্রায় সাত লক্ষ টাকা খরচা করে ২৫ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করেছে এ পুজো কমিটির উদ্যোক্তারা।
এদিন সেই পুজো ফিতে কেটে কেটে উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।এই পুজো কমিটির এবারের বিশেষত্ব হলো ছ ফুটের দীর্ঘ গন্ধ ধূপকাঠি।যে ধুপ জ্বালিয়ে উদ্বোধন করেন মহকুমা শাসক।এই ধূপ জ্বলবে আগামী কয়েক দিন পূজো উপলক্ষে।এদিন দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।প্রায় তিন শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন এই দিনের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দ।এছাড়াও এই পুজো উপলক্ষে রয়েছে অন্নকূটের ব্যবস্থা।কুট কাচালি বিহীন সুন্দর পূজার উপস্থাপনা এই ক্লাবের।এই উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান সৌমেন খান,মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ছাড়াও উপস্থিত হয়েছিলেন,কাউন্সিলর সৌরভ বসু,এডি বর্মন,ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পুরো অনুষ্ঠান আয়োজনে ছিল অবসর ক্লাবের সকল সদস্যরা।
এই বিষয়ে ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি বলেন আমাদের প্রতিমায় নতুনত্ব রয়েছে।কলেজ স্কয়ারের যে গরিমা কুট-কাচালি তা থেকে আমরা দূরেই রয়েছি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এক সুন্দর পুজোর উপহার শহর বাসীকে।