নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিজেপির থেকে টাকা নেওয়ার বার্তা তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।এদিন তিনি দাঁতনে সভা করতে এসে এই মন্তব্য করেন।তিনি বলেন বিজেপির নেতারা ভোটের জন্য টাকা দিতে হলে আপনার টাকা নিয়ে নেবেন,বেশি করে নেবেন কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে। দিয়ে এদের বাংলা থেকে বিতাড়িত করবেন।উপমা দিয়ে বলেন সাঁকরার ঠুকঠাক,কামারের এক ঘা।
ভোটের পারদ যত চড়ছে,ততই প্রচারের পারদ চড়ছে। এবার দাঁতনে জুন মালিয়ার হয়ে সভা করতে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এইদিন তিনি প্রার্থী,এলাকার বিধায়ক,জেলা সভাপতি বিভিন্ন কর্মাধ্যক্ষদের নিয়ে দাঁতনের মাঠ থেকে সভা করেন।এদিন দাঁতনের মঞ্চ থেকে স্বভাব সিদ্ধ ভাষায় প্রথম থেকেই তিনি বক্তব্য রাখা শুরু করেন।তিনি বিজেপি নেতা,বিজেপি দল বিজেপি সাংসদ, বিধায়ক দের কটাক্ষ করেন মঞ্চ থেকে,কটাক্ষ করেন নরেন্দ্র মোদিরও।এদিন তিনি বিশেষভাবে বক্তব্য রেখেছিলেন সন্দেশখালি এবং বাংলার দেনা পাওনা নিয়ে।তবে বক্তব্যের শেষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন,” কয়েকদিন আগে তাকে খড়গপুর মেদিনীপুর থেকে কয়েকজন কর্মী সমর্থক মেসেজ করেন যে এই লোকসভা ভোটের সময় বিজেপি নেতারা টাকা বিলোচ্ছেন এলাকায় এলাকায়।এ বিষয়ে কর্মী সমর্থকদের প্রথমে প্রশ্ন করেন ,”ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে টাকা আপনারা নিয়ে নেবেন? কি নেবেন না?
এরপর তিনি যুক্তি দিয়ে বলেন আপনারা আমাকে ভুল বুঝবেন না।এই টাকা আপনার টাকা।যুক্তি দেখিয়ে তিনি বলেন মহামারী কোভিডের সময় পাননি এদের কে আপনি পাননি।আপনারা ১০০ দিনের টাকা পাননি। মজার ছলে বলেন “বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না”।এই নির্বাচনের সময় ওদের মনে পড়ছে আপনাদের কে।তিনি এও বলেন ওরা ৫০০ টাকা দিতে এলে বলবে ২০০০ দাও তাহলে পদ্মফুলে ভোট দেব।ক্লাব কর্তাদের বলেন ২০০০ দিতে এলে ৫,০০০ চাইবে,৫০০০ দিতে হলে ১৫০০০ চাইবে।আপনারা টাকা ঘুরিয়ে দেবেন না।তিনি কর্মী সমর্থকদের পরিকল্পনা দেন “আপনার পদ্মফুল থেকে টাকা নেবেন এবং জোড়া ফুলে ভোটটা দেবেন”। উপমা দিয়ে বলেন,”সাঁকরার ঠুকঠাক,কামারের এক ঘা”। তিনি কটাক্ষের সুরে এও বলেন পাঁচ বছর ঠকিয়েছে এরা।আপনি একদিনে জবাব দিয়ে এদের বাংলা থেকে বিতাড়িত করবেন।সেই সঙ্গে প্রার্থীকে দাঁড় করিয়ে তিনি বলেন আমাদের প্রার্থী জুন মালিয়াকে আপনারা সাংসদ হিসেবে জিতিয়ে আনবেন এই বিশ্বাস রাখি।
প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জুন মালিয়ার সমর্থনের দাঁতনে সভা করতে এসেছিলেন তার কয়েক দিনের মাথায় এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন জুন মালিয়ার হয়ে প্রচার করতে।রাজনৈতিক মহলের মতে মেদিনীপুর লোকসভার দাঁতন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।তাই শাসক দল তৃণমূল বারেবারে এই দাঁতনে সভা মিটিং মিছিল এবং জনসংযোগ করছে।একটাই উদ্দেশ্য শাসকদলের দিকে ভোট ঘুরানোর।এখন অপেক্ষার নির্বাচনের।