Abhishekh Meeting: লোকসভা এবং গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তিন ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক,তারপরও সাংবাদিকদের মুখোমুখি হলো না অভিষেক

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠী কোন্দল এবং লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে এক রুদ্ধশ্বাস বৈঠক সারলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এই দিন খড়্গপুরের একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করা হয়।যেখানে দুই জেলা সভাপতি,দুই প্রার্থী,ইলেকশন এজেন্ট,সমস্ত পৌরসভার চেয়ারম্যান এবং কর্মাধ্যক্ষরা ছিলেন।সূত্র অনুযায়ী দলীয় ভাবে কড়া নির্দেশ দিয়ে গেলেন অভিষেক

লোকসভা ভোটে এখনো হাতে এক মাস বাকি আছে আর সেই ভোটের প্রাক্কালে দুটি লোকসভার প্রার্থীসহ ইলেকশন কমিটি এবং জেলা নেতৃত্ব কে নিয়ে এক বৈঠক সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করেন।যেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া,শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত,তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা,দুই প্রার্থী জুন মালিয়া ও দীপক অধিকারী, পৌরসভার চেয়ারম্যান,বিধায়ক সহ ইলেকশন কমিটির নেতৃত্ব মিলিয়ে ১৫০ সদস্য।সেই বৈঠকে এই লোকসভা নির্বাচনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে যান তৃণমূল যুবরাজ। প্রায় তিন ঘন্টা ধরে এই রুদ্ধশ্বাস বৈঠক চলে।যদি ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।দু একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হলেও তিনি পুরোপুরি প্রসঙ্গ এড়িয়ে গাড়িতে উঠে চপারে উঠে যান।

যদিও তৃণমূল সুত্রে খবর এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুর ও ঘাটাল লোকসভায় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কঠোর বার্তা দিয়ে যান।তিনি প্রত্যেককেই এক কথায় বুঝিয়ে দেন এই লোকসভা ভোটে সব অভিমান ভুলে লড়াই করতে হবে। সূত্রের খবর তিনি নেতৃত্বদের এও বলেন ব্লক থেকে টাউনের সমস্যা মেটাতে হবে।সেই ক্ষেত্রে MLA হোক বা চেয়ারম্যান হোক একসাথে কাজ করতে হবে। দলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,একটু কঠোরভাবে এও বলেননা হলে ভোটের পর কাউকে দলে রাখা হবে না। প্রয়োজনে পৌরসভা ডিসলভড করে দিয়ে নতুন পৌর প্রধান গঠন করা হবে।এইদিন বিশেষ করে মোহনপুর, এগরা,খড়গপুর ও মেদিনীপুরের নেতৃত্বদের বিশেষ করে বুঝিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যদিও এই বিষয়ে তৃণমূলের বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন আজকের বৈঠক ছিল মূলত লোকসভা কে কেন্দ্র করে। সঙ্গে এই লোকসভায় যাতে নিজেদের মধ্যে মতানৈক্য না থাকে তার জন্যই বার্তা দিয়ে গেলেন অভিষেক।তিনি শুধু বার্তায় দেননি,সেই সঙ্গে যদি দলীয় কাজ কেউ অমান্য করে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশ দিয়ে যান।এরই সঙ্গে এলাকাভিত্তিক ২০১৯ এর লোকসভা নির্বাচনে ১০% ভোট বাড়ানোর নির্দেশ দেন।


Share

dnews.in