নিজস্ব প্রতিনিধি,শালবনি :
ফের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ,অভিযুক্ত অঞ্চল সভাপতি।শালবনিতে তৃণমুলের অঞ্চল সভাপতির দাপটে পেশায় চাষী এক তৃনমূল কর্মী নিজের জমি থেকেই দীর্ঘ একমাস যাবৎ বাড়িতে তুলতে পারছেন না।ফলে প্রায় পাঁচ বিঘা জমির পাকা ধান পড়ে রয়েছে জমিতেই।দলের ব্লক থেকে জেলা স্তরে এমনকি পুলিশ প্রশাসনকেও জানিয়েও মিলছেনা সুরাহা। যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের জেলা সভাপতি সঙ্গে ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস দিয়েছেন তিনি।
ধানের জমি তুলতে গিয়ে খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি কড়া হুমকির মুখে পড়লেন এক তৃণমূল কর্মী, এরকমই ঘটনা শালবনির ব্লকের ৩নং শালবনী অঞ্চলের সিদাডিহি গ্রামে। শালবনীর তৃণমূল কর্মী চিরঞ্জীব খানের অভিযোগ,গত একমাস যাবৎ তাঁর প্রায় পাঁচ বিঘা জমির ধান কাটতে দিচ্ছেন না তারই দল তৃণমুলের অঞ্চল সভাপতি অসিত ঘোষ। কারন ধান কাটার আগে তার অনুমতি নিতে হবে।যে কারণে বারংবার ধান কাটার মেশিন নিয়ে এলেও অঞ্চল সভাপতির হুমকিতে তারা ভয়ে পালিয়ে যায়।এবিষয়ে স্থানীয় শালবনী থানা, ব্লক এমনকি জেলা পুলিশ প্রশাসনকেও লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। জানিয়ে দলের ব্লক থেকে জেলা স্তরেও।তাতেও হচ্ছেনা সমস্যার সমাধান। ফলত একপ্রকার মাঠের পাকা ধান মাঠেই নস্ট হওয়ার উপক্রম। এই অবস্থায় একপ্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই তৃণমূল কর্মী।যদিও এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত অঞ্চল সভাপতি অসিত ঘোষ। তিনি বলেন, তিনি উনার জমির ধান কাটা প্রসঙ্গে কিছুই জানেন না,এসব মিথ্যে অভিযোগ।
যদিও এ বিষয়ে কড়া আশ্বাস তৃণমূলের জেলা সভাপতির।দলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন,ঘটনাটি সত্যি এবং এবিষয়ে দোষী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে দলের ব্লক নেতৃত্বকে জানানো হয়েছে।এরই সঙ্গে ঐ অভিযোগকারী ব্যক্তির যাতে ধান কাটা হয় সে ব্যবস্থাও করা হয়েছে। তিনি এও বলেন প্রশাসনকেও জানানো হয়েছে সহযোগিতা করার জন্য।