Administrative Sava: হেঁটে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আগামীকাল একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কলেজ মাঠে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

জেলা সফর শেষের দিকে অবশেষে পশ্চিম মেদিনীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এইদিন তিনি পূর্ব মেদিনীপুরে সরকারি সভা শেষ করার পরেই তার চপারে করে উড়ে আসেন মেদিনীপুরে। এদিন তিনি হেঁটে সার্কেট হাউসে প্রবেশ করেন।সার্কিট হাউসে নেতা-মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে বৈঠক করার পর আগামী কাল তিনি প্রশাসনিক সভা করবেন কলেজ কলিজিয়েট মাঠে। সেই সভা থেকে তিনি প্রকল্পের শিলান্যাস করবেন উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের।

লোকসভা ভোটের প্রাক্কালে জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুরুলিয়া,বাঁকুড়া, ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুরের পরেই পশ্চিম মেদিনীপুরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।এদিন পূর্ব মেদিনীপুরে সভা শেষ করার পর হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী চলে আসেন মেদিনীপুরে সভা করার উদ্দেশ্যে।মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে মেদিনীপুরের বিধান নগর মাঠে ল্যান্ডিং করেন।এরপর তিনি পায়ে হেঁটে নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউসের পথে রওনা দেন। পথে একটি বাচ্চাকে কোলে তুলে নেন আদর করে দেন। এরপর নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউসে ঢুকে পড়েন। সূত্র অনুযায়ী এখানে বৈঠকের পরই সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর ৫ই মার্চ তিনি কলেজ কলিজিয়েট মাঠে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন।

এই সভা ঘিরে এখন মেদিনীপুরে সাজ সাজ রব।মেদিনীপুরের তৃণমূল কর্মীরা সহ তৃণমূল নেতৃত্ব মন্ত্রী এবং পৌরসভা,বিধায়করা উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী সভাকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য। উল্লেখ্য তিনি মঙ্গলবার বারোটা নাগাদ কলেজ মাঠে সভাস্থলে উপস্থিত হবেন।সেখানে সরকারি জিনিস পত্র প্রাপকদের হাতে তুলে দিয়ে বক্তব্য রাখবেন।এরপর দুপুর নাগাদ সভা শেষ করার পর তিনি হেলিকপ্টারে করেই কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন।সূত্রে খবর আগামীকাল সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভা থেকে ৩৭৪টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন।প্রকল্পগুলি রূপায়ণে খরচ হয়েছে সব মিলিয়ে ৩৫৫ কোটি টাকা।ঐদিন প্রায় ১,১৯৩টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি। প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সবমিলিয়ে ১,৯২১ কোটি টাকা।

এরই সঙ্গে একগুচ্ছ রাস্তার (পথশ্রী),একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মেদিনীপুর খড়গপুর মিলিয়ে এমকেডিএ-র ৬টি প্রকল্পের শিলান্যাস হতে পারে।অন্যদিকে ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস হতে পারে।সেই প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ।এরই সঙ্গে কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন হতে পারে।মেদিনীপুর কালেক্টরেটে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ।এটির উদ্বোধন হতে মুখ্যমন্ত্রীর হাত ধরে। পাশাপাশি দাঁতনের এসিজেএম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে। সবংয়ের রুইনানের মাদুর হাবের,পিংলার ডাংরার সেতুর (কপালেশ্বরী নদীর উপর) উদ্বোধন হতে পারে। মোট ১২ টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা।যেমন, খড়্গপুর- ১ এর দেওয়ানমারো, চন্দ্রকোনা- ১ এর খড়গপুর, চন্দ্রকোনা- ২ এর সীতানগর প্রভৃতি সুস্বাস্থ্য কেন্দ্রের।


Share

dnews.in