নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আজ বিজয়া দশমী, ইতিমধ্যে পুজোর রেশ আস্তে আস্তে কাটতে শুরু করেছে কিন্তু পুজোর মধ্যেই জেলা শহর ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত চতুর্থী পঞ্চমী এবং ষষ্ঠী পর্যন্ত জেলা এবং অন্যান্য জেলা থেকে মেদিনীপুরের সংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ অনেক গুলো পূজার উদ্বোধন করেছিলেন। যদিও এবারে পূজো উদ্বোধনে তিনি মেদিনীপুরের পুলিশ সুপার ও জুন মালিয়া থেকে অনেকটা পিছনে পড়ে থাকেন। তবে তিনি পুজোর মধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেন।
তিনি তার ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন”কেরালার ত্রিবান্দ্রমের বিখ্যাত কোভালাম সমুদ্র সৈকতে ভ্রমণ।প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। আরব সাগরের সুনির্মল জলরাশি খুবই মনোমুগ্ধকর। সমুদ্রের পাশেই রয়েছে বহু কাল ধরে দাঁড়িয়ে থাকা লাইট হাউস।তিনি আরও বলেন এই নাবিকদের পথ দেখাতেই তৈরি হয়েছিল লাইট হাউসগুলো”।