নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিরোধী দলনেতার সঙ্গে মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুরের প্রার্থী বিধায়িকা অগ্নিমিত্রা পাল।এদিন তিনি হুডখোলা জিপে চেপে এই বর্ণাঢ্য রালির মাধ্যমেই শোভাযাত্রায় অংশ নেন।তবে তার আগে শহরের বিভিন্ন মন্দিরে তিনি পুজো দেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি বলেন তার প্রচারে দিলীপ ঘোষ আসবেন এবং ভোটের মার্জিন নিয়ে বলেন দিলীপ ঘোষের থেকে বেশি মার্জিন হলে আমি সারপ্রাইজড হব।
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এইদিন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের সহযোগে হুডখোলা গাড়িতে প্রচার করতে করতে এই মনোনয়ন জমা দেন।যদিও মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বটতলা কালী মন্দির,সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং মেদিনীপুর মহাতাব পুর শ্মশান কালী মন্দিরে এক প্রস্থ পুজো দিয়ে রাজ্য বাসীর মঙ্গল কামনা করেন।এরপর তিনি মেদিনীপুর কালেক্টরেটে জেলা শাসক দপ্তরে নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক খুরশেদ আলী কাদরীর হাতে তার মনোনয়ন পত্রটি জমা দেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং কটাক্ষ করেন শাসক দলকে।এদিন নমিনেশন করার পর জেতার ব্যাপারে জিজ্ঞেস করলে অগ্নিমিত্রা পাল বলেন ভোটের প্রচার চলছে,চলছে জনসংযোগ।তবে আজকের র্যালি আমাদের চার তারিখ অপেক্ষা করতে হবে না। আজকের রালি দেখেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে অগ্নিমিত্রা পল।
যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মনোনীত প্রার্থী।এরপর অগ্নিমিত্রাকে দিলীপ ঘোষ সাংসদ হিসেবে যে ভোটের লিড দিয়েছিলেন তার থেকে বেশি লিড পাবেন কিনা প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা বলেন অত বড় নেতা বা নেতৃত্ব আমি এখনো হয়নি।আমার রাজনীতিতে বয়স মাত্র ৫ বছর। তবে যেভাবে মানুষের ভালোবাসা এবং উচ্ছ্বাস দেখছি তাতে যদি মার্জিন বাড়ে তাহলে আমি সারপ্রাইজড হব।আশা করছি তার থেকেও বেশি ভোট পেতে পারি।তবে এরই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাওয়ায় ওড়ানো কথা আমি বলি না।তবে আমি জিতছি এ কথা বলতে পারি,মার্জিন নিয়ে আমি বেশি ভাবছি না।কারণ ওইটা আমাদের যারা অভিভাবক আছে তারাই বলবেন। পাশাপাশি তার প্রচারে দিলীপ ঘোষের আসা নিয়ে তিনি বলেন দিলীপ ঘোষ আসবেন তার প্রচারে যত দ্রুত সম্ভব মেদিনীপুরে।
প্রসঙ্গত উল্লেখ্য,এদিন বিজেপি তার দুটো কেন্দ্রে মনোনয়ন দাখিল করে দেয় বিরোধীদল নেতার হাত ধরে।অন্যদিকে তৃণমূল গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর মনোনয়ন দাখিল করেছে।তবে মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়া মনোনয়নে এখনো দাখিল হয়নি।তার মনোনয়ন দাখিল করার কথা রয়েছে আগামী ৬ই মে।