নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গতকাল মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ করতে গিয়ে খোদ অভিযুক্ত হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এই ঘটনায় কর্তব্যরত পুলিশ অফিসার কে হুমকি দেওয়া,দুর্ব্যবহার, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া,বিক্ষোভ দেখানোর অভিযোগ এনে প্রার্থী অগ্নিমিত্রা পল,বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইত,বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস সহ ১৬ জন বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।যা নিয়ে জোর জল্পনা মেদিনীপুর শহরে।এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গলের রাজ্য কায়েম করতে চাইছে এই রাজ্যে অভিযোগ বিজেপির।
এবার খোদ বিজেপি প্রার্থীর নামেই অভিযোগ হল কোতোয়ালি থানায় যা ঘিরে ফের জল্পনা মেদিনীপুর শহরে।ঘটনাক্রমে বলা যায় গতকাল বুধবার মেদিনীপুর কোতোয়ালি থানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলসহ বিজেপি কর্মী সমর্থকেরা।মূলত কোচবিহারে মুখ্যমন্ত্রী রামনবমীতে হিন্দুরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে বলে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই এই অভিযোগ করতে গিয়েছিলেন তারা।কিন্তু থানায় গিয়ে দেখেন থানার IC নেই।পাশাপাশি থানায় যে ডিউটি অফিসার ছিলেন তিনি অভিযোগ নিয়েছিলেন কিন্তু রিসিভ কপি দিতে চান নিয়ে প্রার্থীকে,যা নিয়েই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে রিসিভ কপি দেওয়ার আবেদন করেন এই বিজেপি প্রার্থী কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তিনি থানা থেকে বেরিয়ে আসেন এবং থানার বাইরে গেটে তালা চাবি লাগিয়ে তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন।মিনিট ১৫ থেকে আধঘন্টা চলার পরেই কোতওয়ালী থানার আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র সদলবলে দৌড়ে আসেন।ঘটনাস্থলে এসে একপ্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন উভয়পক্ষ।যদিও সেই ঘটনায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ রিসিভ হওয়ার পরই থানার গেটের তালা চাবি খুলে যান বিজেপি প্রার্থী তার কর্মীরা।এরপর তারা অবস্থান তুলে নিয়ে এলাকা ছাড়েন।এই ঘটনার পরেই এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা করল কোতোয়ালি থানা।
সেই অভিযোগ পত্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল,বিজেপি মুখপাত্র অরূপ দাস,বিজেপি সহসভাপতি শংকর গুছাইত সহ প্রায় ১৬ জনের নামে ননবেলেবেল ধারায় অভিযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে।যে অভিযোগের মধ্যে রয়েছে কর্তব্যরত পুলিশ অফিসার কে হুমকি,তার সঙ্গে দুর্ব্যবহার করা,থানার গেটে তালা লাগিয়ে দেওয়া এবং বিক্ষোভ দেখানো এই বিষয়গুলি।মূলত এদের বিরুদ্ধে ৩৪২,৩৫৩, ১৮৬,৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৩৫৩ ধারাটি ননবেলেবেল সেকশন রয়েছে। অর্থাৎ গোলমাল পাকানোর জন্য ষড়যন্ত্র করা, অন্যায় ভাবে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ফোর্স করা, অনুমতি ছাড়া জমায়েত করা, দুষ্কৃতি মনোভাব নিয়ে হুমকি দেওয়া ও ভয় দেখানো।
যদিও এই ঘটনায় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার কোন কথা না বললেও এক পুলিশ আধিকারিক এর মতে কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতেই এই মামলা রুজু করা।যেখানে পুলিশকে হুমকি,থানায় ঢুকে ভয় দেখানো,গেটের তালা চাবি লাগানো এসব ঘটনার প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও এই ঘটনায় প্রার্থী অগ্নিমিত্রা ফোন না তুললেও বিজেপি মুখপত্র অরূপ দাস বলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বেই এই ঘটনা ঘটছে।যেখানে মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা প্রতিবাদ করলেই আমাদের ভিতরে অভিযোগ।আমরা এর আইনি লড়াই লড়বো এবং এর উত্তর দেবো জেলা পুলিশ সুপারকে।