পুজোর কার্নিভালে বিতর্কিত ধর্মীয় স্লোগান নিয়ে সরব বিরোধী দলনেতা সহ জেলা বিজেপি!নিকৃষ্ট ধরণের রাজনীতির অভিযোগ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুরে গতকাল ছিল পুজোর কার্নিভাল।আয়োজনে ছিল মেদিনীপুরের জেলা প্রশাসন।সেই কার্নিভালে প্রায় ১৮ পুজো কমিটি তাদের প্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পার করছিলেন কিন্তু হঠাৎই সেই কার্নিভালে শোনা গেল ভিন্ন ধর্মের স্লোগান। হঠাৎই কথা বলতে বলতে কার্নিভালের মঞ্চ থেকে উঠল আওয়াজ “না রহে তাকবীর,আল্লা হু আকবার।আর এই স্লোগানেই হঠাৎ সবাই চমকে উঠে।তড়িঘড়ি সেই স্লোগান থামিয়ে থামাতে বলেন উদ্যোক্তারা।যদিও সেই মুহূর্তে স্টেজে বসেছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া,পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলাশাসক খুরশিদ আলী কাদরী,বিধায়িকা জুন মালিয়া সহ একগুচ্ছ নেতা মন্ত্রীও বিধায়ক।পুরো দায়িত্বভার সামলাচ্ছিলেন মেদিনীপুরের পৌর প্রশাসক। কিন্তু তারপরও এই ধরনের ধর্মীয় বিতর্কমূলক স্লোগান আর তাতেই সমালোচনা সোশ্যাল মাধ্যমে।

রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে তীব্র নিন্দে করেছে। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন “আজকের পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন দ্বারা আয়োজিত দুর্গা পুজো’র কার্নিভালের দৃশ্য। কি ভাবছেন বাঙালিরা?মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের’ “ধর্মনিরপেক্ষ” জেলা প্রশাসক,পুলিশ সুপার ও তৃণমূলের বিধায়কগণ’।না না চিন্তা করবেন না,পশ্চিম মেদিনীপুর জেলা এখনও বাংলাদেশের অংশ হয়ে যায়নি।তবে এদের ভাগ্য ভাল যে এটা পশ্চিমবঙ্গ এবং এখানকার সনাতনী সমাজ সহনশীল…। যদিও বিরোধী দলনেতার এই পোস্টের পরই একাধিক কমেন্ট জুড়েছে সোশাল মাধ্যমে।বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ ও এটার প্রতিবাদ করেছে এবং একে নিকৃষ্ট ধরনের মানসিকতার উদাহরণ দিয়েছে।

এই ঘটনাই বাকিরা ক্ষুব্ধ। তবে এ বিষয়ে বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন ধর্ম নিয়ে নিকৃষ্ট ধরনের রাজনীতি করছে এই তৃণমূল।যার প্রতিফলন এই কার্নিভালে এই ধরনের স্লোগান।এটা একজন আমি মানুষ হিসেবে তীব্র প্রতিবাদ জানায়।


Share

dnews.in