Allegations against Dev:ফের দেবের প্রতিনিধির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতিতে টাকা নেওয়ার অভিযোগ!দেব বললেন দোষী হলে শাস্তি পাবেই

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

ফের অভিযুক্ত সাংসদ!এবার এক আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে।এই ঘটনায় থানায় অভিযোগ না নেওয়ায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রতারিত ব্যক্তি।অভিযুক্ত রামপদ মান্না অভিযোগকারী কে চেনেন না দাবি।অন্যদিকে দোষ করলে শাস্তি পাবে,স্পষ্ট দাবি তৃণমূল প্রার্থী দেবের।যদিও কটাক্ষের সুর হিরনের গলায়।

ভোটের মুখে ফের অভিযুক্ত হলেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।এবারও অভিযুক্ত সেই দেবের প্রতিনিধি রাম পদ মান্না।ঘটনা ক্রমে জানা যায় চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা।তাঁর মেয়ের আশা কর্মীর চাকরি হবে।ইন্টারভিউ এর ডাক এসেছে,পরীক্ষাতেও বসেছে মেয়ে!এরপরে রামপদ মান্নার এজেন্ট মারফত চাকরি করে দেওয়ার অফার আসে এবং তাতে তিনি টাকা দিতে রাজি হন।আর এই চাকরির জন্যই ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রাম পদ মান্নাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দেন।কিন্তু আজ হবে কাল হবে বলে চাকরি হয়নি চাকরিপ্রার্থীর। অন্যদিকে বারবার টাকা চাইতে গেলেও টাকাও দেয়নি ফেরত।এই ঘটনায় প্রতারিত হয়ে চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে যান ওই অভিযোগকারী। কিন্তু থানায় গেলেও পুলিশ সেই অভিযোগ নেয়নি বলে অভিযোগ।

এরপর ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রতারিত ব্যক্তি।এইদিন অভিযোগ কারী বলেন,”২০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মীর চাকরির জন্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তার কাছ থেকে।তবে টাকা নিলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীর।মাঝখানে শিলাবতীর উপর দিয়ে অনেক জল বয়ে গেলেও চাকরি তো দুর অস্ত।চাকরি বাবদ দেওয়া টাকাটাও ফেরত পায় নি ওই পরিবার।অবশেষে গত শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতের পরিবার।তবে পুলিশ অভিযোগ গ্রহন না করায় ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি।অন্যদিকে অভিযুক্ত রাম পদ মান্নার দাবি, “অভিযোগকারীকে তিনি চেনেন না”।ক্যামেরার সামনে গোটা বিষয় এড়িয়েও যান তিনি।যদিও এই নিয়ে দেবের বক্তব্য,”অভিযোগ হলে তদন্ত হবে।যে দোষী তাকে শাস্তি পেতে হবে।

যদিও এই ঘটনায় গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেব কে বিঁধেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।


Share

dnews.in