নিজস্ব প্রতিনিধি,ডেবরা:
প্রচারের শেষ পর্বে জেলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন তিনি চারটে সভার মধ্যে একটি জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে সভা করেন।মূলত ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কে নিয়েই এই সভা করেন তিনি।সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত ভোট প্রচারের শেষ পর্বে এদিন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে এসেছিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন তিনি প্রথমে পূর্ব মেদিনীপুরের সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচার করেন সভা করেন।এরপর তিনি দুপুর একটা নাগাদ হেলিকপ্টারে করে উড়ে আসেন ডেবরার হরিমতী স্কুলের মাঠে।এখানে তিনি বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের হয়ে নিয়ে প্রচার করেন।বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মমতা ব্যানার্জি কান খুলে শুনে নাও আপনারা যতই আমাদের কার্যকর্তার বাড়িতে রেড চালান কোন কিছুই পাবেন না।আপনাদের মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫০ লক্ষ টাকা পাওয়া যায় অথচ আমাদের বিজেপি কার্যকর্তার শুভেন্দু অধিকারী বাড়িতে রেড হলে ২৫ পয়সা পাওয়া যায় না।এরই পাশাপাশি ঘাটাল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি ও মন্ডল সভাপতি বাড়িতে পুলিশি হানার বিরুদ্ধে ধিক্কার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন এই ভোটের সময় আমাদের প্রার্থীর পার্সোনাল সেক্রেটারি, মন্ডল সভাপতির বাড়িতে রেড করে আমাদের ভেবেছে ও ভয় দেখিয়ে দেবে।কিন্তু তিনি কটুক্তি স্বরে বলেন আপনারা ভুল করছেন।যত সন্ত্রাস করবে,ভয় দেখাবে তত পদ্ম ফুটবে এই বাংলায়। এরই সঙ্গে তিনি বলেছেন এবারের নির্বাচন কমিশন ভোট দেওয়ার কঠোর বন্দোবস্ত করেছে,যেখানে ভয়-ভীতি চলবে না।
এদিন প্রায়ই চারটি সভা করার উদ্দেশ্যে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।শেষ পর্বে তিনি বাঁকুড়া তে রোড শো করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।