Amrit Kalas Yatra : অমৃত কলস যাত্রায় বিজেপি কার্যকর্তারা! দিলীপ ঘোষের উদ্যোগে দিল্লী যাত্রা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

দীর্ঘদিন ধরে আমার মাটি আমার দেশ কার্যক্রমের মাধ্যমে মাটি সংগ্রহ বিজেপির। এই মাসের শেষেই দিল্লিতে অনুষ্ঠিত হবে অমৃত বাটিকা। বিভিন্ন ব্লক থেকে বিজেপির কার্যকর্তারা সেই মাটি সংগ্রহ করে তারা খড়গপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা।

প্রসঙ্গত গোটা দেশজুড়ে এই অমৃত কলস যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।এই কলস যাত্রার অঙ্গ হিসেবে গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছিল।এছাড়াও বিপ্লবীদের জন্মভিটের মাটি সঙ্গে শহীদ জওয়ানদের বাড়ির মাটি ও সংগ্রহ করতে বলা হয়।আর যা দিয়ে গড়ে তোলা হবে অমৃত বাটিকা।এই অমৃতবাটিকার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই বিষয়ে দিলীপ ঘোষ তারা সোশ্যাল মাধ্যমে লেখেন “আমরা বিভিন্ন ব্লক থেকে মাটি আমরা সংগ্রহ করছিলাম। আজ সেই অনুষ্ঠানের পরিসমাপ্তি দিবস। কলসে করে সেই মাটি নিয়ে আমাদের মেদিনীপুর থেকে প্রতি ব্লক থেকে দুজন কার্যকর্তা কোলকাতা হয়ে আজ দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলেন।তাঁদের খড়গপুর স্টেশনে সংবর্ধনা জানানো হল”।


Share

dnews.in