দুর্ঘটনায় মৃত্যু হলো অর্জুন হেমরমের!শ্রদ্ধা জ্ঞাপন করা হলো আদিবাসী সংগঠন থেকে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মৃত্যু হলো পনত পারগানা বাবা অর্জুন হেমরমের।সূত্র অনুযায়ী সাংগাঠনিক কাজে হুগলী গিয়েছিলেন।সেখান থেকে নির্দিষ্ট সময়ে বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ হাওড়াতে মেদিনীপুর গামী ৭:৪০ এর ট্রেন ধরেন।ট্রেনটি একটু দেরি করে ৮:১৫ এর দিকে ছাড়ে।ফেরার পথে বালিচক স্টেশনের আগে অর্থাৎ ডুঁয়া স্টেশনে প্রস্রাব এর জন্য ট্রেন থেকে নামেন।কিন্তু তারপরেই হঠাৎ ট্রেন টি ছেড়ে দিলে তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করেন আর তখনই এই দূর্ঘটনা টি ঘটে।তিনি পড়ে যান।এরপর ডুঁয়া স্টেশন থেকে অর্জুন বাবু কে মেদিনীপুর আনা হয় এবং মেদিনীপুর স্টেশন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে রাস্তায়আশ্রম স্কুলের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই বিষয়ে নেতৃত্বের দাবি বিশিষ্ট সমাজসেবী,দক্ষ সংগঠক,আদিবাসী গণ-আন্দোলনের কর্মী পশ্চিমবঙ্গ পনত পারানিক বাবা (ভারত জাকাত মাঝি পারগানা মহল) অর্জুন হেমব্রম অত্যন্ত বিচক্ষণ ব্যাক্তি ছিলেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মত দক্ষতা ছিল।কিন্তু এই অকাল প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল আজ সমাজের।আত্মার শান্তি কামনাও শোকসন্তপ্ত পরিবার,বন্ধু আত্মীয়-স্বজন এবং তার অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা।


Share

dnews.in