নিজস্ব প্রতিনিধি,কেশপুর:
বন্যা প্লাবিত কেশপুরে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতার আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা।এদিন জনা ত্রিশ ডাক্তার প্লাবিত এলাকায় রোগীদের এক এক করে চিকিৎসা করেন।এরই সঙ্গে যাবতীয় মেডিসিন তুলে দেওয়া হয় এই বানভাসী মানুষদের মধ্যে।
একদিকে আরজিকরের ঘটনায় এখনো উত্তাল রাজ্য রাজনীতি আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।বিশেষ করে ঘাটাল দাসপুর কেশপুর ডেবরা পাঁশকুড়া পিংলা সহ খড়গপুর গ্রামীণ এলাকা।এই প্রাকৃতিক বিপর্যয়ে সকল সংস্থা সংগঠন ক্লাব সেই সঙ্গে প্রশাসন থেকে বারে বারে সাহায্য করা হচ্ছে। বিস্কুট চিড়া মুড়ি সহ শুকনো খাবার সেই সঙ্গে ত্রিপল মেডিসিন সহ যাবতীয় প্রয়োজনে জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন সকল মানুষজন।এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও আর জি কর এর জুনিয়র ডাক্তাররা।এইদিন কেশপুরের টাবাগেড়িয়া এলাকাতে এই শিবিরের আয়োজন করা হয়।দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় ৩০ জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে হাজির হয়েছে। তারা সেদিন এই বানভাসি মানুষদের যেমন চিকিৎসা করেন সেই সঙ্গে মেডিসিনও দেন।তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় কয়েক শতাধিক মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য,প্রায় দু মাস হতে যাচ্ছে আরজি করের ঘটনা।যেই ঘটনায় এখনো পর্যন্ত বিচার পায়নি নির্যাতিতা। একদিকে যেমন আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে রাজ্য জেলা এবং দেশ-বিদেশে ঠিক অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচার চলছে এই নির্যাতিতার অভিযুক্তদের।যদিও সেই ঘটনায় এখনো পর্যন্ত দোষীর শাস্তি হয়নি।দিনের পর দিন বিচার চলছে মহামান্য আদালতে।ফলে দোষীদের শাস্তির দাবিতে এখনো অনড় জুনিয়র ডাক্তার সহ সিনিয়র ডাক্তাররা।তারা চাইছেন অবিলম্বে দোষির কড়া থেকে কড়া শাস্তি হোক।
যদিও এই দিন ডাক্তাররা জানান তাদের ক্যাম্প ক্রমাগত চলবে।বিশেষ করে এই বানভাসী মানুষদের মধ্যে তারা চিকিৎসা যেমন চালিয়ে যাবেন সেই সঙ্গে শুকনো খাবার ও তাদের হাতে তুলে দেওয়া হবে।