Bamfront Michil: প্যালাস্তাইনে ইজরায়েলী আক্রমণের বিরুদ্ধে মেদিনীপুরে বামপন্থীদের বিক্ষোভ মিছিল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দেশীয় ইস্যু নয় এবার বিদেশে প্যালেস্তাইনে হামলা নিয়ে রাস্তায় নামালো বামেরা।এদিন মেদিনীপুর শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় জেলা বামফ্রন্টের উদ্যোগে।সেই মিছিল থেকে স্লোগান তোলা হয় ইজরায়েলি হানার বিরুদ্ধে।এই মিছিলে পা মেলান বামেদের জেলা নেতৃত্ব।

বামেদের মিছিল

প্যালেস্তাইনে বিশেষ করে গাজা ভূখন্ডে মার্কিন মদতে লাগাতার ইজরায়েলি আক্রমণের বিরুদ্ধে মেদিনীপুরে বিক্ষোভ বিছিলে সামিল হলো বামপন্থী দল সমূহ। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে বটতলা চক,কেরানীতলা,এল আই সি মোড়,গান্ধী মোড় হয়ে পুনরায় বিদ্যাসাগর হল ময়দানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সুশান্ত ঘোষ,বিজয় পাল,কীর্তি দে বক্সী, অশোক সেন,সুকুমার সিং,জয়ন্ত পাত্র,প্রাণতোষ মাইতি, নিরঞ্জন মহাপাত্র,সমর মুখার্জি জয়দীপ খাটুয়া,দিলীপ সাউ ,সৌগত পন্ডা,পাপিয়া চৌধুরী,গোপাল প্রামাণিক, দেবাশিষ আইচ, প্রমুখ বাম নেতৃত্ব।মিছিলে অংশ নেন
সিপিআইএম,সিপিআই,আরএসপি, ফরোয়ার্ড ব্লক, এস ইউ সি আই, সিপিআইএমএল সহ অন্যান্য বামপন্থী দলগুলির সমর্থকরা।মূলত সাম্রজ্যবাদ বিরোধী আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর শহরে আয়োজিত এই মিছিল থেকে মার্কিনও ইজরায়েলী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য,বামেদের অভিযোগ গত অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল।মাঝে বিশ্ব জনমতের চাপে কিছুদিন বন্ধ থাকার পর আবার জোরদার আক্রমণ শুরু করেছে ইজরায়েল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in