Bamfront Nomination: সুশান্ত ঘোষের হাত ধরে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার সিপিআই প্রার্থীর মনোনয়নপত্র জমা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর ও ঘাটাল লোকসভায় বিজেপি তৃণমূলের পাশাপাশি এবার মনোনয়ন দাখিল করল বামেরা।এদিন কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা এই মনোনয়ন জমা দিতে আসেন জেলা কালেক্টরেটে।বামেদের এবং কংগ্রেস সমর্থিত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট ও তপন গাঙ্গুলী মনোনয়ন জমা দিয়ে বলেন তারা বিজেপির বিরুদ্ধেই লড়াই করবে।

বামেদের মনোনয়ন দাখিল

ভোটের আর মাত্র বাকি রয়েছে ২১ দিন তবে ভোটের উত্তাপ এখন চরমে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।পশ্চিম মেদিনীপুরে দুটি লোকসভা লড়াই এখন তুঙ্গে। যদিও এক দিকে শাসক দল তৃণমূল তার প্রতিপক্ষ প্রধান বিজেপির সঙ্গে লড়াই জমে উঠেছে।তবে এখানে বামেরাও নিজেদের আধিপত্য বজায় করতে প্রচার চালাচ্ছে জোর কদমে। এদিন সিপিআইএমে জেলা সম্পাদক সুশান্ত ঘোষ এবং কংগ্রেস নেতার শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে মনোনয়ন জমা দিতে এলেন ঘাটাল লোকসভার সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলী এবং মেদিনীপুর লোকসভার সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।এদিন তারা জেলা কালেক্টরেটে পৌঁছান।তবে এই সময় বিজেপির মনোনয়নের জন্য ভিড় ছিল জেলা কালেক্টরেটে।উভয় পক্ষের মনোনয়নে উত্তপ্ত হয়ে উঠে মেদিনীপুর।যদিও দুই প্রার্থী এদিন মনোনয়ন জমা দেন তার নিজ নিজ কক্ষে।

এইদিন দুই সিপিআই প্রার্থী মনোনয়ন জমা দিয়ে বলেন তাদের মূল লড়াই বিজেপির সঙ্গে।কারণ এই ভোট দিল্লির মসনদে বসার।আমরা মানুষের জন্য লড়াই করব।


Share

dnews.in