BDO Visit: লোধাপল্লী পরিদর্শন কেশপুরের BDO র!বিলি করলেন চকলেট ও ফল

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর :

দায়িত্ব নেওয়ার পরই এবার লোধা পল্লী এলাকা পরিদর্শন করলেন কেশপুরের বিডিও।এরই সঙ্গে বিতরণ করলেন এলাকাবাসীর মধ্যে ফল ও কেক।খোঁজখবর নিলেন এলাকার দুস্থ পরিবার ও মানুষদের সঙ্গে। উল্লেখ্য এর আগে কেশপুরে নব্য দায়িত্ব প্রাপ্ত বিডিও কৌশিশ রায় রাতের অন্ধকারে কম্বল বিতরণ করেছিলেন ফুটপাত বাসীদের।

রাতের আঁধারে ফুটপাত বাসীদেরকে কম্বল বিতরণের পর এবার লোধা পল্লী পরিদর্শন করলেন কেশপুরের বিডিও।শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মহিষা লোধাপল্লী এলাকায় অবস্থিত আইসিডিএস কেন্দ্র ও লোধা পল্লী পরিদর্শন করেন কেশপুর বিডিও কৌশিশ রায় সঙ্গে ছিলেন কেশপুরের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, সিডিপিও আরতি সিংহ প্রমুখ।তিনি এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশি,প্রসূতি মহিলা ও বয়স্কদের মধ্যে চকলেট ও ফল বিতরণ করেন।এছাড়াও এদিন তিনি লোধাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তার সমাধানের আশ্বাস দেন।


Share

dnews.in