Bharati Ghosh: ভালোবাসার টান!দীর্ঘ 7 বছর পর ঝাড়গ্রামে দৌড়ে এলেন ভারতী ঘোষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়ীতে জনসংযোগ কর্মসূচি করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ।উল্লেখ্য মাওবাদী সময়কালে ঝাড়গ্রামে পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন ভারতী ঘোষ।এই ভারতী ঘোষের হাত ধরেই হাজার হাজার মাওবাদীরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছিলেন।বেলপাহাড়ি,শিলদা এবং বাঁশপাহাড়ীর মতো এলাকায় রাস্তাঘাটে বেড়াতেও ভয় পেতেন মানুষজন।

7 বছর পর বাঁশপাহাড়ীতে ভারতী

মূলত সেই সময় চারিদিকে আতঙ্ক শুধু একটাই ছিল, মাওবাদীদের তাণ্ডব।কিন্তু এখন এই সমস্ত এলাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে বসবাস করছেন যার বেশিরভাগ শ্রেয়ই যায় ভারতী ঘোষের দিকে।মাও অধ্যুষিত এই সমস্ত এলাকায় বিপুল পরিমাণে ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করেছিলেন প্রাক্তন এই পুলিশ সুপার।নিজেদের এলাকায় বহু বছর ধরে ভারতী ঘোষের আসার অপেক্ষায় ছিলেন গ্রামবাসীরা।বারে বারে তারা নিজেদের মধ্যে ফিরে পেতে চেয়েছেন এই পুলিশ সুপার কে।অবশেষে বুধবার বিকেলে সেই বাঁশপাহাড়ীতে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন তিনি।এদিন স্থানীয় একটি হলে আয়োজন ছিল একটি জন সংযোগ কর্মসূচির।আর এই কর্মসূচি থেকে সাতটি ক্লাবকে ফুটবল উপহার দেন।পাশাপাশি উপস্থিত সকল মা বোন এবং ভাইদের চকলেট খাইয়ে মিষ্টি মুখ করান তিনি।

এদিন প্রথমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।তবে এইদিন নিজেদের সেই প্রাক্তন পুলিশ সুপারকে কাছে পেয়ে আলিঙ্গন করেন উপস্থিত মা-বোনেরা।’আমরা ভালো নেই’ এমনটা জানায় উপস্থিত মা-বোনেরা।

যদিও এই বিষয়ে ভারতী ঘোষ বলেন,” বারে বারে এই সকল এলাকায় তিনি আসবেন এবং সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শুনে তা তুলে ধরবেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।ভালোবাসার টানে তিনি ফিরে এসেছেন এই বাঁশপাহাড়িতে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in