Bhim Pujo :প্রায় বিশ ফুটের ভীম তৈরি করে “ভীম পুজো”কমিটির!তবে পুজো হলো ছোট ভীমের মধ্য দিয়ে

Share

নিজস্ব প্রতিনিধি মেদিনীপুর:

কালগাং ভীম কমিটির উদ্যোগে স্বগৌরবে পালিত হচ্ছে ভীম পুজো। এবারে ১৮ বছরে পদার্পণ।এই দিন গভীর রাতে ফলমূল খিচুড়ি সহযোগে পুজো হলো রাতভর।ঢাক,কাঁসর,ঘন্টা বাজিয়ে পুজোয় অংশ নিল কমিটির সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছর আগেই বড় করে একটি ভীম প্রতিমা করার পরিকল্পনা করে এই কালগাঙ্গের ভীম কমিটির সদস্যরা কিন্তু মাঝখানে কিছু বাধা-বিপত্তি আশায় সেই ভীম প্রতিমা অর্ধেক হয়েই রয়ে যায়।এরপর অর্থনৈতিক যোগান এবং বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে ভীম তৈরি করতে সমর্থ হয় এই ভীম কমিটির লোকজন।প্রায় ২০ থেকে ২৫ ফুটের এই ভীম এখন নজর কাড়ছে শহরে। যদিও এখনো পর্যন্ত ভীম ঠাকুরের রং তৈরি করা হয়নি পড়েনি অলংকার।আগামী বছর এই ভীম তৈরি করে বড় জাঁকজমক ভাবে পালিত করার ইচ্ছে রয়েছে উদ্যোক্তাদের।

যদি ওই পূজো নিয়ে ভীম কমিটির অন্যতম কর্মকর্তা নিরঞ্জন হালদার বলেন এলাকার মানুষ এবং এই উৎসাহী যুবকের ইচ্ছে ছিল এখানে বড় করে একটি ভীম ঠাকুর হওয়ার।সেইমতো প্রায় বছর ১৮ আগে চালু হওয়া ভীম পুজোর বড় ভীম তৈরি করার চেষ্টা করা হয়।যদিও এখনো পুরোপুরি রূপ পায়নি প্রতিমার।আগামী বছরই এই পুরোপুরি রূপ পেলে বড় করেই এই পুজো পালন করা হবে।আজকে পুজোর অনুষ্ঠানে অংশ নিয়েছে আমাদের সদস্যরা।


Share

dnews.in