নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
শাসকদলের নেতা মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার শ্বেতপত্র প্রকাশ সঙ্গে মেডিকেল কলেজের সিসিটিভি লাগানো সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে ঘেরাও করল জেলা বিজেপি। এদিন দাবি পত্র নিয়ে একটি প্রতিনিধি দল দেখা করেন প্রিন্সিপালের সঙ্গে।
মেদিনীপুর মেডিকেল কলেজের বর্তমান পরিস্হিতি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ হতে মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।এদিন বিজেপি অভিযোগ করে অবিলম্বে দোষী ফেলু ডাক্তার মুস্তাফিজুরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং মেডিকেল কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীর সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।সেই সঙ্গে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাতে হবে এবং দোষী ছাত্রের বাকি সঙ্গী সাথীদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করতে হবে।এই সকল বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।পরে একটি প্রতিনিধিদল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে বিভিন্ন দাবি নিয়ে দেখা করে।এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শুভজিৎ রায়।এছাড়া ও উপস্থিত ছিলেন অরূপ দাস,অভিজিৎ দাস,গোপাল মাহাতো,রঞ্জন ঘোষ,অজয় সাউ,কুহেলি দত্ত,গীতিকা দাস সহ জেলা ও মন্ডলের একাধিক নেতৃবৃন্দ এবং কার্যকর্তা গণ।
এইদিন বিজেপি থেকে এও অভিযোগ করা হয় যে সারা রাজ্যজুড়ে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রত্যেকটি মেডিকেল কলেজে তার র্যাকেট তৈরি করেছিল এবং মেদিনীপুর মেডিকেল কলেজে এই র্যাকেট প্রধান ছিল এই মুস্তাফিজুর রহমান।তাই মুস্তাফিজুর রহমান সহ অন্য সমস্ত দোষী ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।এরই সঙ্গে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না বা তাদেরকে পরীক্ষায় পাশ ফেল এর ব্যাপারে কোন প্রভাব বিস্তার করা যাবে না।এইদিন বিজেপি নেতৃত্ব জানায় এই আন্দোলন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের গৈরিক অভিনন্দন এবং তাদের পাশে থাকার প্রতিজ্ঞা রইলো।তাদের এও অভিযোগ আরজিকরের সন্দীপ ঘোষ এবং মেদিনীপুর মেডিকেল কলেজে মুস্তাফিজুর রহমান এরা সবাই একই সূত্রে বাধা।কারণ এরা সবাই শাসকদলের ঘনিষ্ঠ এবং ওই দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য।তাই এদের এই বাড় বাড়ন্ত বন্ধ সহ অবিলম্বে এই র্যাকেট কে ভাঙতে হবে। তার জন্যই ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর নগর শাখার বিক্ষোভ।