Bjp left:ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন!বিজেপি থেকে পাঁচ বারের বিধানসভা এবং লোকসভা ভোটে লড়া প্রার্থী যোগ দিল তৃণমূলে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ফের ভোটের মুখে ভাঙ্গন বিজেপিতে।এবার দল ছাড়লেন পশ্চিম মেদিনীপুরের বলিষ্ঠ বিজেপি নেতা তথা পাঁচবারের বিধানসভা প্রার্থী এবং একবার লোকসভার কন্টেস্ট করা প্রার্থী প্রদীপ পট্টনায়ক।এদিন তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল জেলা পার্টি অফিসে যোগদান করলেন তৃণমূলে।তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া অন্যদিকে তাকে দলীয় পতাকা দিয়ে দলে যোগদান করান তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা ও তৃণমূল নেতা জয় প্রকাশ নারায়ণ।

বিজেপিতে ভাঙন

প্রসঙ্গত উল্লেখ্য,বর্তমানে ১৮ তম লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ভোট শেষ হয়েছে,এখন শেষ প্রস্তুতি চলছে তৃতীয় দফার।মেদিনীপুর লোকসভার ভোট আগামী ষষ্ঠ দফায় ২৫শে মে।যদিও এই ভোটের আগে রাজনৈতিক ভাঙ্গন অব্যাহত জেলায়।এবার ভাঙ্গন ধরলো বিজেপিতে। খড়গপুরে বরিষ্ঠ বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ক যোগ দিলেন তৃণমূলে।মূলত এই প্রদীপ পট্টনায়েক ১৯৭৫ সালে ABVP র হাত ধরে জনতা পার্টিতে আসা।এরপর তিনি একে একে করে পাঁচটি বিধানসভা ভোটে প্রার্থী হয়ে লড়াই করেছিলেন কিন্তু জয়ী হতে পারেননি।২০০৯ সালে তিনি লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করেন।যদিও তাতেও তিনি পরাজিত হন।মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা খড়গপুরে তিনি বিজেপি সংগঠন বাড়াতে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।কিন্তু ২০১৯ এ পর থেকেই তিনি দলীয় কাজে সেই ভাবেই যুক্ত ছিলেন না।যদিও ২০১৯ এবং ২০২১ এর নির্বাচনে তাকে সেই ভাবে দেখা যায়নি দলে।

এরপর ২০২৪ এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা থেকে অগ্নিমিত্রা পলের নাম ঘোষণা হওয়ার পরেই তিনি দলের বিরুদ্ধে কটাক্ষ করা শুরু করেন।যদিও শেষ পর্যন্ত এইদিন তিনি তৃণমূল রাজ্য নেতা জয়প্রকাশ নারায়ণ এবং মেদিনীপুর প্রার্থী জুন মালিয়া ও জেলা সভাপতি সুজয় হাজরার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন।এরই সঙ্গে আরও কয়েক জন বিজেপি নেতা কর্মী যোগ দেন এই মঞ্চে। তিনি বললেন লক্ষাধিক ভোটে লিড দিয়ে খড়গপুর থেকে তিনি তৃণমূল প্রার্থীকে জেতাবেন।

এ বিষয়ে তৃণমূল নেতা জয় প্রকাশ নারায়ণ বলেন ভোটের আগে বিজেপির ভাঙ্গন অব্যাহত।বিজেপিকে কেউই আর গ্রহণ করছে না।একদিন বিজেপিকে আনা এই জেলায় অন্যতম প্রবীণ নেতা আজ তৃণমূলে যোগদান করেছে কেবলমাত্র বিজেপির বাংলার চক্রান্তের বিরুদ্ধে। বিজেপির নব্য নেতারা পুরনোদের জায়গা দিচ্ছে না।তাই তাদের দলীয় কোন্দলের জেরে দল ছাড়ছে একে একে নেতাকর্মীরা।

অন্যদিকে এ বিষয়ে সদ্য বিজেপি ছাড়া প্রবীণ নেতা প্রদীপ পট্টনায়ক বলেন,”আমি চাইলে দিলীপ ঘোষকে গতবারে বিধানসভা নির্বাচনে হারিয়ে দিতে পারতাম কিন্তু আমি দলের হয়ে কাজ করেছি।এক সময় অটল বিহারী বাজপেয়ী সময়ে আমি কাজ করেছি।অটলবিহারী বাজপেয়ী মমতাকে মেয়ের মতো স্নেহ করতেন।কিন্তু বর্তমানে তৃণমূল থেকে আসা এই নব্য বিজেপি নেতারা পুরোনোদের জায়গা দিচ্ছে না,পাত্তাও দিচ্ছে না।তাই দলের মধ্যে থেকে আমি কাজ করতে পারছিলাম না। এবারে তৃণমূল নেত্রী জুনের হয়ে কাজ করবো এবং ৪ ই জুন তৃণমূল প্রার্থী সবাইকে জয়ী হয়ে মিষ্টি খাওয়াবে এই প্রতিশ্রুতি দিলাম।

যদিও এ বিষয়ে বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন প্রদীপ পট্টনায়ককে বহুদিন দলের হয়ে কাজ করেননি।গত ২০১৮-১৯ সাল থেকে তিনি দলের হয়ে কাজ না করে বাড়িতে বসে ছিলেন।বহুবার দল সুযোগ দিয়েছে লোকসভা এবং বিধানসভা ভোটে তাকে প্রার্থী করে জেতানোর জন্য কিন্তু তিনি সফল হননি।গত নির্বাচনে তিনি নির্দল হয়ে বিজেপির বিরুদ্ধেই দাঁড়িয়ে ছিলেন।তাই তিনি চার থেকে পাঁচ বছর দলের থেকেই বিমুখ ছিলেন।তার চলে যাওয়াতে বিজেপির কোন ক্ষতি হবে না।


Share

dnews.in