নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
‘শালবীথি’সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে হাসপাতালে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন।পাশাপাশি এইদিন সংগঠনের বার্ষিক পত্রিকা ‘শালপর্ণী’র দ্বিতীয় সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এদিন শিবির শেষে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৪৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
গুটি গুটি পায়ে পঞ্চম বর্ষে পদার্পণ করলো ‘শালবীথি’সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রক্তদান শিবিরের।এদিন মেদিনীপুর শহরে রবীন্দ্র নিলয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্ত দান করেন স্বেচ্ছায়।এরই পাশাপাশি এদিন সংগঠনের বার্ষিক পত্রিকার ‘শালপর্ণী’র দ্বিতীয় সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এদিন এই বিশেষ অনুষ্ঠানে সংগঠনের ডাকে উপস্থিত হয়েছিলেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক বরুন মন্ডল,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ,গবেষক মধূপ দে,বিশিষ্ট সংগীত শিল্পী জয়ন্ত সাহা,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা,সুব্রত রায় সহ অন্যান্যরা।এই দিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি দীপান্বিতা সেন খান ও সংগঠনের সম্পাদিকা রীতা বেরা।
এই বিষয়ে সংগঠনের সম্পাদিকা রীতা বেরা বলেন,”পঞ্চম বর্ষে পদার্পণ করলো আমাদের সংগঠন,যা একমাত্র মহিলা দ্বারা পরিচালিত এবং এই রক্তদান শিবির আমাদের চতুর্থ বর্ষে পদার্পণ করলো।আমরা মুমূর্ষ রোগীর পাশে থাকতেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে রক্তের সংকটে কাউকে না মৃত্যুবরণ করতে হয়।