Blood Camp: মেদিনীপুর মেডিক্যাল কলেজের রোগীকে রক্তের যোগান দিতে 12 নং আবাস বুথ কমিটির রক্তদান শিবির

Share

নিজস্ব প্রতিনিধি,আবাস:

মেদিনীপুর মেডিকেল কলেজের মুমূর্ষু রোগীর রক্তের যোগানে রক্তদান শিবিরের আয়োজন ৫ নং শিরোমনি অঞ্চলের ১২ নং আবাস তৃণমূল বুথ কমিটির।এদিন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন খোদ বিধায়ক নিজে তৃণমূল জেলা সভাপতি এবং তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা।

তৃণমূলের রক্তদান শিবির

একদিকে চলছে টানা বর্ষণ অন্যদিকে তড়তড়িয়ে বাড়ছে তাপ।এই তীব্র গরমের মধ্যেও রক্তের সংকট অব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজ সহ ও সংলগ্ন হাসপাতাল গুলিতে।এই অবস্থায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর পাঁচ নম্বর শিরোমনি অঞ্চলের ১২ নম্বর আবাস বুথ তৃণমূল কংগ্রেস কমিটির। এদিন ইন্দকুঁড়ি মাঠের লক্ষ্মীনারায়ণ লজে এই শিবিরের আয়োজন করা হয়।যেখানে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন।এই রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা,খড়গপুর তৃণমূল বিধায়ক দীনেন রায়,যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,ব্লক সভাপতি মুকুল সামন্ত সহ বিশিষ্টজনেরা।এদিন একে একে স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করে নিজেদের কাজকর্ম সেরে এসে। এইদিন ছিল এই কমিটির এই প্রথম রক্তদান শিবির।এই শিবির ঘিরে এলাকায় ছিল উৎসাহ উদ্দীপনা।অতিথি ছাড়াও এই শিবিরের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন কমিটির সদস্যরা।দায়িত্বে ছিলেন ছিলেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমনাথ অধিকারী(সমু),রনি দাস,যোগ্গু দিগার,বাপি অধিকারী,ঋষি দাস,অরুন পড়িয়া সহ অন্যান্যরা।প্রসঙ্গত উল্লেখ্য একদিকে যখন নবান্ন অভিযান ঘিরে ছাত্রসমাজ ও পুলিশের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি অপরদিকে তখন মুমূর্ষু রোগীর রক্তের যোগানে ব্যস্ত তৃণমূল কর্মীরা।

এই বিষয়ে এলাকার বিধায়ক দিনেন রায় বলেন, “থ্যালাসেমিয়া রোগীর সাহায্যার্থে এবং হাসপাতালে মুমূর্ষ রোগীর সাহায্যার্থে এই রক্তদান শিবিরের আয়োজন। অনেকদিন থেকেই আমাদের ইচ্ছে ছিল এই শিবিরের আয়োজন করার কিন্তু কিছুতেই হচ্ছিল না।এরপর সবার সহযোগিতায় আজকে রক্তদান শিবিরের আয়োজন যেখানে পুরুষ মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in