নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:
মেদিনীপুর হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তে যোগান দিতে এবার রক্তদান শিবিরের আয়োজন বেনাপুর হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের। এই রক্তদান শিবিরে রক্তদান করেন শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা।মোট ৫০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করে দায়িত্ব পালন করেন।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার বেনাপুর হাইস্কুলের ‘বীরাঙ্গনা’ কন্যাশ্রী ক্লাব এর পরিচালনায় ও বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শুক্রবার স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে এলাকার প্রায় ৫০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন।ডেবরা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেন।বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মী গণ,প্রাক্তনীরা ও এলাকাবাসী রক্তদানে এগিয়ে আসেন।শিবির ঘিরে প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ,উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রদীপ প্রজ্জ্বলন করে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়গপুর মহকুমার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার মাজি ও ১ নং চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিং।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় বলেন প্রতি বছর বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে এই শিবির আয়োজন করা হবে।তিনি কন্যাশ্রী ছাত্রীদের এমন উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।