নিজস্ব প্রতিনিধি,কেশপুর:
দুর্গোৎসবের অঙ্গ হিসেবে কেশপুর ব্লকের ঝেঁতলা ঐক্য সম্মিলনী উদ্যোগ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণার্থে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।এই শিবিরে ৬১ জন রক্তদান করেন।এবার মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল নজরকাড়া।এই রক্ত সংগ্রহে ছিল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার।
এই রক্তদান শিবির সংগঠিত করতে সৌরদীপ ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করে।সৌরদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা:সুদীপ চৌধুরী।তিনি তাঁর বক্তব্যে এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এই শিবির সফল করতে উপস্থিত ছিলেন ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েসা বিবি,বিশিষ্ট সমাজসেবী ভাস্কর চৌধুরী,ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, সমাজসেবী সরফরাজ আলি,জাহাঙ্গীর আলম প্রমুখ।দুর্গোৎসব কমিটির সভাপতি সোমনাথ দন্ডপাট বলেন ,”প্রতি বছর দুর্গাপুজোতে আমরা রক্তদান শিবির করে থাকি।আগামী বছরও রক্তদান শিবির আয়োজিত হবে।”সম্পাদক বিকাশ চৌধুরী জানান,”মহিলাদের অংশগ্রহণে আমরা খুব খুশি।এলাকার মানুষের এমন সাড়া আমাদের আরো দায়িত্বশীল করল”।
এই দিনের রক্তদান শিবির ঘিরে এলাকায় বিপুল সাড়া লক্ষ্য করা যায়।