Blood Donation Camp:রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির পুলিশ কর্মীদের! ডিউটির পাশাপাশি রক্তদান করলেন 60 জন পুলিশ কর্মী

Share

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:

ডিউটির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষ রোগীকে রক্ত পৌঁছে দিল কেশিয়াড়ি থানার পুলিশ কর্মীরা।এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই পুলিশদের উদ্যোগে। যেখানে প্রায় সিভিক,কনস্টেবল,পুলিশ অফিসার মিলিয়ে ৬০ জন পুলিশ কর্মী রক্ত দেন।

“রক্ত দান মহৎ দান”এই কথা মাথায় রেখে তীব্র দাবদাহে রক্তের সঙ্কট মেটানোর উদ্দেশ্যে কেশিয়াড়ি পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে বুধবার কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।এদিন কেশিয়াড়ি থানার পুলিশ অফিসার,কনস্টেবল,সিভিক সবাই ডিউটির পাশাপাশি রক্তদান শিবিরের রক্ত দিতে হাজির হন।একে একে সবাই এই শিবিরে স্বেচ্ছায় নিজের রক্ত দান করলেন হাসপাতালে মুমূর্ষ রোগীর কে বাঁচানোর উদ্দেশ্যে।মূলত গ্রীষ্মের এই দাবদাহের সময় রক্তের সংকট দেখা দেয় সরকারি হাসপাতাল গুলিতে।যেখানে রক্তের আকালে মৃত্যু ঘটে মুমূর্ষ রোগীর।এছাড়াও সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা ভোটের জন্য এই রক্তদান শিবির থেকে বিরত ছিল ক্লাব সংগঠন এবং রাজনৈতিক দলগুলি।ফলে রক্তের চাহিদা ছিল ব্লাড ব্যাংক গুলিতে।কিন্তু লোকসভা ভোট পর্ব মিনিটেই এরপর শুরু হয়েছে রক্তদান শিবির।যেখানে বহু স্বেচ্ছাসেবী সংস্থা,সংগঠন, ক্লাব বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি এগিয়ে এসেছে পুলিশ কর্মীরা।

আইসি বিশ্বজিৎ হালদার বলেন,”গরমের দিনে রক্তের সঙ্কট দেখা যায় আর তাই জেলা পুলিশ এর উদ্যোগে ও কেশিয়াড়ি পুলিশের ব্যবস্থায় এই রক্তদান কর্মসূচী আয়োজন করা হয়।এদিনের শিবির থেকে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন।আগামী দিনে আরও বিভিন্ন সোশ্যাল কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে কেশিয়াড়ি পুলিশ থাকবে বলে জানান এদিন আইসি ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in