Blood Donation Camp:বাবার মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির!শিবিরে রক্তদান 50 জন রক্তদাতাদের

Share

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:

বাবার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান উপহার উৎসব করলেন ছেলে।এই শিবিরের আয়োজন করেছিলেন কেশিয়াড়ির কোরকাদা এলাকার শশাঙ্ক ভুঁইয়া।এদিন শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্ত দেন।

বাবার স্মৃতিতে রক্তদান কর্মসূচি

পরিবার সূত্রে খবর, ২০১১ সালের ২৮ শে সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল কেশিয়াড়ী ব্লকের গগনেশ্বর পঞ্চায়েতের কোরকাদা গ্রামের হৃষিকেশ ভূঞ্যার।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর। তিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন।সেই মৃত্যুদিনটিকে স্মরনীয় করে রাখতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে ভূঞ্যা পরিবার। নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় হয় রক্ত উপহার উৎসব। পরিবারের আত্মীয়স্বজন থেকে এলাকার মানুষ শিবিরে রক্তদান করেন।ছেলে একজন চিকিৎসক এবং সমাজসেবী। তাই রক্তের গুরুত্ব বোঝাতে ও মানুষজনকে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এই সামাজিক কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন তিনি।প্রতি বছর এই দিনটিতে নানা সামাজিক কর্মসূচির আয়োজন হয়।

এদিন রক্তদান শিবিরের সাথেই বস্ত্রদান কর্মসূচিও ছিল।রক্তদাতাদের উৎসাহিত করতে জয়কৃষ্ণপুর হাইস্কুলের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in