নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
১৯ তম রক্তদান শিবিরের আয়োজন একটি অরাজনৈতিক ক্লাব কেল্লা স্পোর্টিং ক্লাবের।এরই সঙ্গে তাৎক্ষণিক রক্তের সংকট যোগান দিতে ব্যানার সহযোগে বার্তা ক্লাব কর্তৃপক্ষের।যেখানে উল্লেখ রয়েছে রক্তের প্রয়োজন হলেই যাবতীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন ক্লাবে।এদিন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন এই শিবিরে এসে।
পশ্চিম মেদিনীপুর জেলা হলো বিপ্লবীদের জেলা। স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ভূমিকা ছিল এই জেলার বিপ্লবীদের সবচেয়ে বেশি।জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপ্লবীদের জন্ম ভিটে এবং জন্মভূমি।আর সেই বিপ্লবীদের উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে শহরের কেল্লা পুকুর পাড়ের কেল্লা স্পোটিং ক্লাব।২০০৫ থেকে শুরু হওয়া এই রক্তদান শিবির এবছর ১৯ তম বর্ষে পদার্পণ করল।এদিন পুরুষদের পাশাপাশি মহিলারাও এগিয়ে আসেন এই রক্তদান শিবিরে রক্তদান করতে।শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে। এই শিবিরের এই দিন উদ্বোধক ছিলেন ডঃ ঋষিকেশ দে।এছাড়াও উপস্থিত হয়েছিলেন ডঃ নিতাই চন্দ্র হুদাইত,সুধাংশু ঘোষ,শিল্পী রানী তাপসী,এডভোকেট অশোক মন্ডল।ছিলেন।ক্লাব সভাপতি সুদীপ্ত বোস,সম্পাদক মঈনউদ্দিন খান,প্রণব চক্রবর্তী,অভিজিৎ পাল,দেবাশীষ চক্রবর্তী,মানস পট,সৌরভ মুখার্জি, অভিজিৎ দাস,মুর্শেদ আলম খান,শেখ মনসুর আলী, শান্তনু পিরি সহ অন্যান্য সদস্যরা।এদিন এ ক্লাবের নবতম প্রয়াসে ব্যানারে উল্লেখ করে প্রচার করা হয়,যে কোন রক্তের প্রয়োজনীয় আপনারা যাবতীয় কাগজপত্র নিয়ে এখানে যোগাযোগ করুন।
প্রসঙ্গত উল্লেখ্য,গ্রীষ্মকালীন রক্তের সংকটে রক্তের চাহিদা পূরণের জন্য রক্তদান শিবিরের আয়োজন করে চলছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সংঘ, সংগঠন, সমিতি ক্লাব সংস্থা।যদিও রক্তের চাহিদা মিটছে না জেলার হাসপাতাল গুলিতে।তবু সাধ্যমত চেষ্টা চালাচ্ছে এই সমাজসেবী সংগঠনগুলি।