Blood Donation Camp: বিবাহবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন চিকিৎসকের!সহযোগিতায় অপরাজেয় সংগঠন

Share

নিজস্ব প্রতিনিধি,পাঁচখুরি:

গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন।মেদিনীপুর শহরের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ মঙ্গল প্রসাদ মল্লিকের সহযোগিতায় এবং অপরাজেয়-এর উদ্যোগে এবং পাঁচখুরী গ্রামবাসীদের ব্যবস্থাপনায় মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এই শিবিরে মোট ৬১ জন রক্তদাতা রক্তদান করেন।

এছাড়াও, চিকিৎসক মল্লিকের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য শিবির থেকেও উপকৃত হন এলাকার শতাধিক বাসিন্দা।ডঃ মঙ্গল প্রসাদ মল্লিক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,চিকিৎসক ডঃ শান্তনু ঘোষ,ডঃ সমীর মান্না, সমাজ সেবী আনসার আলী,পাঁচখুরী মার্কেটিং সোসাইটির ম্যানেজার জয়ন্ত কুমার সামন্ত,মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সদস্যা সুমিতা ফৌজদার, পাঁচখুরি দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কুমার দাস, প্রাক্তন শিক্ষক নির্মল কুমার পাত্র,কেশপুর কলেজের অধ্যাপক শুকদেব কুইল্যা, সমাজসেবী ঝন্টু নায়েক প্রমুখ। অপরাজেয়-এর পক্ষে এদিনের শিবিরের উপস্থিত ছিলেন সভাপতি চিত্ততোষ পৈড়া,সম্পাদক সুশান্ত জানা সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।এই শিবির শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত মনীষী ও শিক্ষানুরাগীদের মূর্তিতে মাল্যদান করা হয় এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাপিয়া গাঁতাইত।

গ্রামবাসীদের উৎসাহে এদিনের এই শিবির রক্তদান উৎসবে পরিণত হয় বলে জানান সহৃদয় চিকিৎসক ডাঃ মল্লিক।উল্লেখ্য এদিনই ছিল ডাঃ মল্লিকের বিবাহ বার্ষিকী।শিবিরে তাঁকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানানো হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in