Blood Donation Camp: প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন!উদ্যোক্তা কাউন্সিলর মহম্মদ সাইফুল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন ২১ নম্বর ওয়ার্ডে।উদ্যোক্তা ওয়ার্ড কাউন্সিলার মহম্মদ সাইফুল।মূলত রক্তের সংকটের সময় রক্তদান শিবিরের সঙ্গে ডক্টরস ডে তে ডাক্তারদের সম্বর্ধনা জানানো হয়।এরই সঙ্গে স্মরণ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় কে।

21 নং ওয়ার্ডে রক্তদান শিবির

আজ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিন আর সেই দিনকে স্মরণ করে এ বছর তৃতীয় বছরে রক্তদান শিবিরের আয়োজন।সেই শিবিরের উদ্যোক্তা কাউন্সিলার মহম্মদ সাইফুল সহযোগিতায় মেদিনীপুর পৌরসভা।মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতেই অন্যান্য ক্লাব সংস্থা সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছে মেদিনীপুর পৌরসভা।দীর্ঘ মাস দুয়েক ধরে রক্তদান শিবির করে যাচ্ছে কাউন্সিলররা।এদিন এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে ২১ নং ওয়ার্ডের গুলমোহরে অনুষ্ঠিত হলো এই বিশেষ রক্তদান শিবিরের।যে শিবিরে পুরুষ মহিলা রক্তদান করলেন স্বেচ্ছায়।তবে পুরুষের পাশাপাশি মহিলার সংখ্যাটাও বেশি ছিল এই রক্তদান শিবিরে।প্রায় ২০০ জন রক্তের টার্গেট নিয়েই এ রক্তদান শিবিরের আয়োজন করেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুল।এরই পাশাপাশি এদিন ডক্টর ডে হিসেবে বিশিষ্ট চিকিৎসক দের সম্বর্ধিত করা হয়।যেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পৌর চেয়ারম্যান সৌমেন খান,আইনজীবী তীর্থঙ্কর ভকত, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানীগ্রাহী,মৌসুমী হাজরা,সত্য পড়িয়া,ডাঃ গোলক মাঝি, ডঃ মহসিন আলী,সামসাদ আলী সহ বিশিষ্টজনেরা।

এ বিষয়ে এদিন ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ সাইফুল বলেন মূলত হাসপাতালের মুমূর্ষ রোগীকে বাঁচাতে এবং গ্রীষ্মকালের রক্তের চাহিদা মেটাতে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন।এরই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজকে আমরা স্মরণ করি।আমাদের রক্তদান শিবিরে রক্ত দিতে হাজির হয়েছেন ওয়ার্ডের উৎসাহ মানুষজন।আমাদের টার্গেট রয়েছে মেদিনীপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রায় ২০০ টি রক্তের বোতল যোগাড় করে দেওয়া।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in