Blood Donation Camp: রক্তদাতা দিবসে রক্তদান শিবির 14 নং ওয়ার্ড কমিটির! প্রাক্তন কাউন্সিলার সহ রক্তদান করলেন শতাধিক রক্তদাতা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গ্রীষ্মকালীন রক্তের যোগান দিতে রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় ১৪ নং ওয়ার্ড কমিটি উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়ে সামাজিক সচেতনতার বার্তা দিলেন মানুষকে।

রক্তদাতা দিবসে রক্তদান শিবির করে মুমূর্ষ রোগীর কাছে রক্ত পৌঁছে দিল ১৪ নম্বর ওয়ার্ড কমিটি। মূলত শুক্রবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস আর এই রক্তদাতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়এই রক্তদান শিবিরের আয়োজন ১৪ নম্বর ওয়ার্ড কমিটি।এদিন প্রায় শতাধিক ব্যক্তি রক্ত দিয়ে সামাজিক দায়িত্ব বোধের পরিচয় দেন।এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,সিআইসি সৌরভ বসু,কাউন্সিলার সুসময় মুখার্জী,কাউন্সিলার সত্য পড়িয়া প্রমূখ।এই শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে নিজে রক্ত দিয়ে দায়িত্ববোধের পরিচয় দিলেন প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূল নেতা বিশ্বেশ্বর নায়েক।পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নায়েক।

এ বিষয়ে উদ্যোক্তা প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক বলেন,”গত ২০০৬ সাল থেকে আমরা এই শিবির করে আসছি.উদ্দেশ্যই হল মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানো। এই গ্রীষ্মকালীন সময়ে সাধারণত রক্তের সংকট হয় এই জেলা সহ সদর হাসপাতাল গুলিতে।যেখানে বহু মানুষ রক্ত না পেয়ে তার আহত রোগের ট্রিটমেন্ট করতে পারে না।তাই সেই সকল ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান দিতেই আমাদের এই শিবির।প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করে তার সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in