Blood Donation : মেদিনীপুর প্রেসক্লাবের উদ্যোগে রক্তদান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের বার্জটাউনের স্বরবর্ণ ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শংকর সরঙ্গী,হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত সহ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ।

এই বিষয়ে ক্লাবের সম্পাদক সমীর মন্ডল বলেন সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখেই ক্লাবের এই উদ্যোগ।গত ২০১৩ সালে গঠিত হয়েছিল এই ক্লাব। চলতি বছর মিলে মোট চারবার রক্তদান শিবির করা হলো।মানুষের পাশে থাকবার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

অন্যদিকে জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন বরাবরই বিভিন্ন আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে এই ক্লাব।সম্প্রতি ঘটে যাওয়া করমন্ডল দুর্ঘটনাতেও মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। আজ রক্তদান শিবিরের মাধ্যমে নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল আরও একবার।


Share

dnews.in