Blood Donation: ভেলোরে অপারেশনে আটকে থাকা বাংলাদেশী শিশুকে রক্ত দিলেন মেদিনীপুরের সুরজিৎ!পেলেন বাংলাদেশ যাওয়ার আমন্ত্রণপত্র

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দক্ষিণ ভারতের ভেলোরের সি এম সি হাসপাতালে তৈরি হলো মানবতার অনন্য নজির।বাংলাদেশের বছর পাঁচেকের শিশুর অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন মেদিনীপুর রক্তদাতা সুরজিৎ সরকার।এরই সঙ্গে কামনা করলেন অসুস্থ শিশুর দ্রুত সুস্থ হওয়া।এই ঘটনায় খুশি হয়ে বাংলাদেশি দম্পতি বাংলাদেশ যাবার আমন্ত্রণপত্র দিলেন সরকার পরিবারকে।

ঘটনা চক্রে জানা যায় দিন কয়েক আগে সিএম সি ভেলোরে বছর পাঁচেকের শিশু পুত্রের হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা করাতে বাংলাদেশের টাঙ্গাইল থেকে ছুটে আসেন এক দম্পতি।এই শিশুর চাহিদা মতো রক্ত যোগাড় না হওয়ায় আটকে রয়েছিল অপরেশন।অন্যদিকে ভেলোরে স্ত্রী কে চিকিৎসা করাতে নিয়ে যান মেদিনীপুরের পরোপকারী এই সরকার দম্পতি।সেখানে বিষয়টি কথায় কথায় জানতে পারে মেদিনীপুরের সুরজিৎ।এরপরই তিনি এগিয়ে আসেন রক্ত দিতে।সেই মতো মঙ্গলবার সকালে রক্তদান সম্পন্ন হয়।উল্লেখ্য মেদিনীপুরের সরদাপল্লী-নবীনাবাগ এলাকার বাসিন্দা সুরজিৎ সরকার একজন নিয়মিত রক্তদাতা।সুরজিৎ বাবু রক্ত দেওয়ায় এই শিশুর অপারেশনের কোন বাধা রইলো না।এই ঘটনায় বাংলদেশি দম্পতি কৃতজ্ঞতা জানানো হয়েছে সরকার পরিবারের প্রতি।পাশাপাশি বাংলাদেশে বেড়াতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা।যদিও এই রক্তদান করতে পেরে খুশি সরকার পরিবার।

ভেলোর থেকে সুরজিৎ সরকার,পাপিয়া চৌধুরী সরকার জানান তাঁরা চান অপারেশন সফল হোক এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক অসুস্থ শিশু।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in