200 টাকায় বুট জুতো,চলছে সেল!পুজো শেষে ভিড় জমালো ক্রেতারা,কোথায় দিচ্ছে এই জুতো

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পুজোর মরসুমে উদ্বোধন ঘটেছিল মেদিনীপুরের শ্রীলেদার্স এর। কিন্তু তার থেকেও কম দামে শুরু হয়েছিল বোম্বাই ধামাকা। প্রায় ৮০০ টাকার দামি রংবেরঙের সু বিক্রি হচ্ছিল ৪০০ টাকায়। রীতিমতো তাঁবু খাটিয়ে প্রতিবছরের মতন এ বছরও এই জুতোর সেল চলছিল মেদিনীপুরের জেলা পরিষদের বিপরীতে তাঁবুতে।

এই বছর এই ব্যবসা খুব ভালো না হওয়ায় অবশেষে ৪০০ টাকার জুতো ২০০ টাকার সেলে বিক্রি শুরু করলো এই সংস্থার লোকজন। আর সেই জুতো কিনতেই ভিড় জমানো ক্রেতারা।দিনের পাশাপাশি রাতেও বিক্রি হচ্ছে দেদার সেই রংবেরঙের ডিজাইনের জুতো।হাতের নাগালে ২০০ টাকায় ভিড় জমেছে ক্রেতারা। সবাই চাইছেন কম পয়সায় জুতো সংগ্রহ করতে।


Share

dnews.in