নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গতকাল জীবনাবাসান হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের। এদিন শহরজুড়ে শোক মিছিল করল বামেরা।বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে পা মেলালো তার কর্মী সমর্থক নেতৃত্ব এবং চাহানেওয়ালারা। মিছিলে প্রাক্তন কমরেডকে অমর রহে’র’ বার্তা। মিছিলে পা মেলান সিপিএম,সিপিআই আরএসপি,ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব সমর্থকরা।
অবশেষে পরলোকগমন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য কমরেড বুদ্ধদেবের ভট্টাচার্য।প্রায় ৮০ বছর বয়সে জীবনাবসান হলো এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। যদিও মুখ্যমন্ত্রীর জীবনাবসানে শোকের ছায়া নেমেছে রাজ্যজুড়ে।এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছেন ইতিমধ্যে।অনেকেই শোক বার্তা দিচ্ছেন,পাশে থেকেছেন এবং শোক জ্ঞাপন করছেন।যদিও মৃত্যুর আগে তিনি তার অঙ্গদান করে গেছেন মানুষের সেবায়।এদিন মেদিনীপুর শহরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শোক মিছিল করলো বামেরা।জেলা বিদ্যাসাগর হল থেকে এই মিছিল শুরু হয়।মিছিল গিয়ে শেষ হয় আবার বিদ্যাসাগর হলে।মেদিনীপুর শহরের রিং রোড ধরে এই মিছিল ঘোরে।এই মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা কুন্দন গোপ,সিপিআই জেলা সম্পাদক অশোক সেন,আর এস পি নেতা জয়ন্ত পাত্র,মেঘনাদ ভূঁইয়া,সৌগত পন্ডা,পাপিয়া সরকার সহ অন্যান্যরা।এইদিন এই বৃষ্টি মাথায় নিয়েই শোক মিছিলে হাঁটল নেতা-নেত্রী সহ কমরেডরা।