নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
জঙ্গলের মাঝে বুড়িশোল গ্রামে শতবর্ষ প্রাচীন বুড়িসিনির পুজো উপলক্ষে ১০ হাজার মানুষের অন্নভোগের আয়োজন।নিজেদের মানত করা মানুষজন তাঁদের মনষ্কামনা পূরণ হলে মোরগ কিংবা পাঁঠা বলি দেন।মূলত লোকসংস্কৃতি ও লোকঐতিহ্য-কে বাঁচিয়ে রাখতে এই ধরনের লোক দেব-দেবীদের পুজোর আয়োজনের গুরুত্ব অপরিসীম।
জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের বুড়িশোল এলাকায় ঐতিহ্যমন্ডিত বুড়িসিনির পুজো উপলক্ষে ১০ হাজার মানুষের অন্নভোগের আয়োজন করা হল মঙ্গলবার। মূলত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষেই, সংক্রান্তির দু’দিন পরে শতবর্ষ প্রাচীন এই বনদেবীর পুজো হয়ে আসছে বহু বছর ধরে।কৃষি ভিত্তিক ও গ্রামীণ সমাজে জঙ্গলের মাঝে এই বনদেবীর পুজো করা হয়ে থাকে।জঙ্গলমহলের প্রায় ১৫-২০ হাজার মানুষের সমাগম হয় এই পূজা উপলক্ষে।অন্নভোগ গ্রহণ করেন প্রায় ১০ হাজার মানুষ।
পুজো উদ্যোক্তাদের তরফে গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী জানিয়েছেন,”সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উপস্থিতিতেই এই বিশাল আয়োজন করা হয়।এই পুজোতে মা বুড়িসিনিকে ক্ষীরভোগ দেওয়া হয়।এছাড়াও যাঁরা মানত করেন,তাঁদের মনষ্কামনা পূরণ হলে মোরগ কিংবা পাঁঠা বলি দেন।”স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া বলেন,লোকসংস্কৃতি ও লোকঐতিহ্য-কে বাঁচিয়ে রাখতে এই ধরনের লোক দেব-দেবীদের পুজোর আয়োজনের গুরুত্ব অপরিসীম।যেভাবে এলাকাবাসী প্রতিবছর নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে এই বিশাল আয়োজন করে থাকেন তাতে আমরা অভিভূত।