নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর শহরে হাতার মাঠে রয়েছে একটি কেবল অফিস।এই কেবল অফিসে মূলত কেবল লাইনের জিনিসপত্রের পাশাপাশি ইন্টারনেট সংযোগের কাঁচামাল ও প্রয়োজনীয় laptop ফাইল ছিল এই অফিসে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা রাত নাগাদ হঠাৎ হঠাৎই আগুন ধরে যায়।দোকান বন্ধ থাকা অবস্থায় আগুনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
তারা ফায়ার ব্রিগেডে খবর দেয়।কিন্তু ফায়ার ব্রিগেড এর একটা ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই গোটা অফিসের জিনিসপত্র আগুনে পুড়ে যায়।ভেতরে কেবলের বিভিন্ন বক্স থাকায় তাতে আগুন লাগায় তা ভয়ংকর আওয়াজ করে ফাটতে থাকে। যদিও এলাকার মানুষ,অপারেটরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে জল এবং বালি দিয়ে।কিন্তু তাতে নিয়ন্ত্রণে আসেনি।অবশেষে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এই ঘটনায় ভেঙে পড়েছেন কেবল অপারেটর মালিক।তিনি এক বক্তব্যে বলেন এই অফিসে সমস্ত রকম কেবল কানেকশনের জিনিসপত্র ছিল।কিন্তু আজকে দোকান বন্ধ থাকায় হঠাৎ কোনো কারণে আগুন লেগে যায়।যার জেরে প্রায় ৬-৮ লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলো আমাদের।এই ক্ষতিপূরণ মেটাবো কি করে এখনই চিন্তা।