নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
ডায়মন্ড হারবার থেকে যাত্রী নিয়ে মেদিনীপুর ঢোকার মুহূর্তে চলমান গাড়িতে লাগলো আগুন।ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি মেদিনীপুর শহরের ঈদগা চক এলাকার। অল্পের জন্য রক্ষা পেলো গাড়িতে সওয়ারি আট যাত্রী।যদি ও ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে গাড়ির আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা ক্রমে জানা যায় রবিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর শহরের জুগনুতলা সংলগ্ন ঈদগার চক এলাকায় একটি টাটা সুমো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়।গাড়ির চালক শেখ আজিজুল বলেন ডায়মন্ড হারবার থেকে ৮ জন যাত্রীকে মেদিনীপুরে নিয়ে আসছিলেন।হঠাৎ করেই গাড়ির সামনের বোনেট থেকে দাও দাও করে আগুন জ্বলতে থাকে।গাড়ি থেকে নেমে রাস্তার ধারে চলে আসেন গাড়ির সকল যাত্রীরা। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় দমকল বাহিনীতে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনা স্থানে এসে আধ ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে শর্ট সার্কিট এর জেরে এই অগ্নিসংযোগ হয় বলে দমকল বিভাগের কর্মীদের অনুমান।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার এরকমই একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায় মাদপুর এলাকায়।সেই ঘটনায় ৩৬ জন বাস যাত্রী আহত হন কমবেশি করে এবং একজন মারা যান বলেও খবর।মূলত সেই বাসটি হাওড়া থেকে উড়িষ্যা যাচ্ছিল।যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। তার রেস এখনো কাটেনি। কারণ সেই ঘটনায় এখনো চলছে পুলিশি তদন্ত। এদিন এই গাড়িতে আগুন লাগার ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি মেদিনীপুরে।