এক অন্য লড়াইয়ের কাহিনী। মেদিনীপুর সদরের খয়রুল্লা চকে মাকে নিয়ে বসবাস করেন বছর কুড়ির সঞ্জু ভালো নাম সুপ্রভাত কর। কাহিনী সূত্রে জানা যায় বাবা খুব ছোটবেলায় ছেড়ে গিয়েছে মাকে এবং তাকে ছেড়ে দিয়ে। মায়ের দুরারোগ্য ব্যাধি।এই অবস্থায় রাজু যখন ক্লাস এইটে পড়ে তখন থেকেই পড়ার খরচ জোগাতেই পাড়ার এক কাকুর সঙ্গে চলে যায় বিয়ে বাড়িতে কার্টুন সাজতে। প্রথমদিনে অনেক রাত্রিতে ফিরে আসায় বকুনি খেতে হয় বাড়িতে। কিন্তু তার কপালে জুটে ১৫০ টাকা। এরপরও রাজু থেমে থাকেনি। মায়ের ওষুধ কিনতে এবং সংসার চালাতে সঙ্গে পড়া খরচ জোগাতে কার্টুনকেই তার পেশা হিসেবে বেছে নেয়।
পড়াশোনা করে সন্ধ্যে হলেই বেরিয়ে যায় বিয়ে বাড়ি,অনুষ্ঠান বাড়ি সহ বিভিন্ন র্যালি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই কার্টুন সাজতে। কখন মিকি মাউস তো কখনো স্পাইডারম্যান।কখনো বা মুখোশ পরে নয়া লালির রূপে অবতীর্ণ হয়েছে এই সঞ্জু।