নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
ছট পুজোয় মাতলো গোটা দেশের সঙ্গে রাজ্য এবং রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর।মেদিনীপুর শহরে গত কাল বিকেলের পর এইদিন সকালে এক প্রস্থ ছট পুজোয় মেতে উঠলো অবাঙালি মানুষজন। কাঁসাই নদীতে,পুকুরের ধারে সূর্য দেবতা পুজোর ভিড়। আরতি করলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। সূর্য দেবতার কাছে চাইলেন জেলার মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি।
যদিও প্রসঙ্গে ক্রমে বলা যায় ছট পুজো হলো বিহারী মাড়োয়ারীদের সহ নন বেঙ্গলিদের এক এবং অন্যতম উৎসব। মূলত সূর্য দেবতা উপাসনা করাই প্রধান লক্ষ্য। এই অবাঙালি মহিলারা সারাদিন নির্জলা উপবাস থেকে বিকেলবেলায় সূর্য দেবতার পূজো দিতে হাজির হন জলাশয় এর ধারে।তারা স্নান করে শুদ্ধ মনে কুলায় করে নারকেল,আখ,ঠেকুয়া সহকারে বিভিন্ন নৈবদ্যি নিয়ে পুজো দেন সূর্য দেবতাকে। উদ্দেশ্য থাকে সূর্য দেবতাকে তুষ্ট করে সংসারের শান্তি ও সুখ সমৃদ্ধি আনার। পরম্পরা ধরে সেই ছট পুজোয় পালিত হয়ে আসছে গোটা দেশজুড়ে আর এই ছট পুজোতেই বিশেষ উৎসাহ দেখা দেয় এই অবাঙালি পরিবারে।
শুধু বিকেল বেলায় সূর্য পূজা নয় এইদিন সূর্য ডোবার পর যে যার বাড়িতে চলে যান।রাত্রিবেলায় একসাথে আতশবাজি প্রদর্শন খাওয়া দাওয়ার পর পরের দিন ভোর বেলায় সূর্য ওঠার মুখে আবার এক প্রস্থ সূর্য দেবতার পূজো করা হয়।এদিন মেদিনীপুর শহরে কংসাবতী নদীর বিভিন্ন ঘাটে এই ছট পুজোর প্রস্তুতি রাখা ব্যবস্থা করা হয় পৌরসভা থেকে।এদিন ছট পুজো উদ্বোধন করতে মেদিনীপুরে দৌড়ে আসেন মেদিনীপুরের বিধায়িকা অভিনেত্রী জুন মালিয়া।তিনি এই দিন এই অবাঙালি পরিবারদের সংবর্ধিত করেন। এরই সঙ্গে তিনি ছট পুজোয় সূর্য দেবতার কাছে প্রার্থনা করে জেলার মানুষের জন্য চাইলেন সুখ শান্তি ও সমৃদ্ধি।এরই সঙ্গে এদিন উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,বিধায়ক দিনেন রায়, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।তাছাড়া এই ছট পুজো দেখতে এদিন নদীর ধারে ভিড় জমান প্রচুর মানুষজন।