নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
“এই সামান্য ক টাকা বেতনে কিছুতেই চলছে না আমাদের”তাই দাবি দাওয়া নিয়ে এর আগে খোলা চিঠি দিয়েছিলেন এই কম্পিউটার শিক্ষকরা।এবার একসঙ্গে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে।যদিও সংখ্যাটা প্রায় ছ হাজার। সংগঠনের বক্তব্য এরপরও দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
সারা বাংলার বঞ্চিত ছয় হাজার শিক্ষক মুখ্যমন্ত্রীকে টুইট করে তাদের আবেদন করলেন। পশ্চিম মেদিনীপুর জেলার ওয়েস্ট বেঙ্গল আইসিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও সম্পাদক চিরঞ্জিত ঘোষ ও সেখ কাদের নেওয়াজ জানিয়েছেন আমরা সরকারের কাছে বার বার দাবি করার পরেও আমরা আজও বঞ্চিত।দীর্ঘদিন ধরে আমাদের বেতন বৃদ্ধির ফাইল সর্বোচ্চ দপ্তরে পড়ে আছে।সেই ফাইল অনুমোদন আমরা পাইনি আর কত দিন আমরা বঞ্চিত থাকবো?সামান্য বেতনে আমাদের সংসার চলে না।বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেওয়ার সাথে সাথে শিক্ষা শ্রী,সবুজ সাথী,বাংলার শিক্ষা পোর্টালের সমস্ত কাজ এমনকি আমাদের দুয়ারে সরকার ক্যাম্পেও আমাদের কাজ করতে হয়।
তা সত্বেও সরকার আমাদের কথা ভাবে না।এর আগে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি করেছি।এছাড়াও কালিঘাটে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাস ভবন অফিসে বাবার গিয়ে চিঠি করে এসেছি।বিভিন্ন দপ্তরে দপ্তরে আমরা বার বার গিয়ে আমাদের আবেদন জানিয়েছি কিছুতেই আমাদের কথা সরকার ভাবছে না।আজ আমরা সারা রাজ্য ৬ হাজার শিক্ষক টুইট করে আমাদের বেতন বৃদ্ধির ফাইল অনুমোদনের আবেদন করলাম।এর পরেও সরকার আমাদের কথা না ভাবলে সংগঠনের রাজ্য নেতৃত্বর ডাকে আমরা কলকাতার রাজ পথে বৃহত্তম আন্দোলনে নামবো।