Orientation Trainning: Child friendly legal services for children স্কিম নিয়ে ওরিয়েন্টেশন ট্রেনিং DLSA দপ্তরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

18 বছরের নিচে শিশুদের আইনি সচেতনতা নিয়ে অনুষ্ঠিত হলো একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম।মূলত NLASA অন্তর্ভুক্ত Child friendly legal services for children স্কিম 2024।এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচারক সহ আইনজীবীরা।দুদিন ব্যাপী হবে এই ট্রেনিংয়ের প্রোগ্রাম।

Orientation Trainning

Child friendly legal services for children নিয়ে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এদিন district legal services authority দপ্তরে।এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সঞ্জয় কুমার দাস,DLSA সচিব সাহিদ পারভেজ,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(পশ্চিম মেদিনীপুর)তনুশ্রী দত্ত,অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা, সিভিল কোর্ট রেজিস্টার অর্পিতা ঘোষ,ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার সন্দীপ দাস,চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন রেখা হুই সহ অন্যান্যরা।মূলত 18 বছরে কম বয়সী শিশুদের কিভাবে আইনি সুবিধা দেওয়া যায় তাই নিয়েই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন ক্ষেত্রে 18 বছরের নিচে শিশুরা কোন ভাবে কোর্টে বা থানায় নিয়ে আসা হলে যাতে সব রকম আইনি পরিষেবা তাদের দেওয়া যায় সে নিয়ে বিস্তর আলোচনা করেন বিশিষ্ট বক্তারা।

এই নিয়ে DLSA সচিব সাহিদ পারভেজ বলেন,”মূলত শিশুদের আইনি সুরক্ষা নিয়েই আমাদের এই প্রোগ্রাম যা NLASA অন্তর্ভুক্ত একটি স্কিম।এই আঠারো বছরের নিচে যে শিশুদের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে কোর্টে পুলিশ নিয়ে আসে তাদের আইনের সহায়তা দেওয়ার জন্যই এই নতুন স্কিমের ট্রেনিং চলছে আজ।আজকে একপ্রকার প্রশিক্ষণ দেওয়া হল যাতে এনারা গিয়ে সেইসব শিশুদের উদ্ধার করতে পারে এবং আইনি সহায়তা দিতে পারে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in