Children’s Day : শিশু দিবসে কচিকাঁচাদের সঙ্গে কাটালেন পৌরসভার CIS সৌরভ বসু! খুদেদের দিলেন বিশেষ দিনে বিশেষ উপহার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শিশু দিবসে শিশুদের সঙ্গে মিলিত হলেন মেদিনীপুর ওয়ার্ড কাউন্সিলর তথা সিআইসি সৌরভ বসু। শয়ে শয়ে খুদেদের দিলেন তিনি দ বিশেষ দিনে বিশেষ উপহার।এরই সঙ্গে দেখলেন তাদের নাচ গান এবং শুনলেন আবৃত্তি।

মঙ্গলবার ১৪ ই নভেম্বর ছিল Children’s Day, আর এই শিশু দিবস পূর্ণ মর্যাদার সাথে পালন করলেন মেদিনীপুর পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার CIS সৌরভ বসু।এইদিন ৯ নম্বর ওয়ার্ডের সারদা নগরে শিশু দিবস উপলক্ষ্যে বিকেলে আয়োজন ছিল একটি ছোট্ট অনুষ্ঠানের।এই অনুষ্ঠানে সারদা নগরের সকল কচিকাঁচাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার অধিবাসীবৃন্দ।ওয়ার্ড কাউন্সিলার সৌরভ বসু এই অনুষ্ঠানে যোগদান করেন এবং শিশু দিবস উদযাপন করেন।এলাকার কচিকাঁচারা বিভিন্ন সংগীতের সাথে নৃত্য পরিবেশন করেন তাদের স্পেশাল দিনে।পাশাপাশি আয়োজন ছিল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।শিশু দিবস উপলক্ষে সারদা নগরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের হাতে ভালোবাসা স্বরূপ ওয়ার্ডের প্রিয় কাউন্সিলর কিছু শুকনো খাবার তুলে দেন।

অনুষ্ঠানে সৌরভ বসু বলেন”সমাজের শিশুরা ভবিষ্যতের মেরুদণ্ড। শিশুদের মানসিক ও স্বাস্থ্যের বিকাশ অবশ্যই প্রয়োজন। শিশু দিবস উপলক্ষে অতি ক্ষুদ্র ভালোবাসা সারদানগরের শিশুদের ৯ নং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে দেওয়া হল।”সৌরভবাবু ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটি সম্পাদক মুরলী মোহন মান্না,কাজরি বসু,প্রসাদ আধ্য,নবেন্দু সেন,জ্ঞানেন্দ্র নাথ ভূঁইয়া,অনুপ সাউ, রাজেশ দেব শর্মা,সুতনু দাস,তিমির সেন,স্বপন দাস, মোহন দাস,সন্তু দাস প্রমূখ ওয়ার্ড কমিটি সদস্যগণ।


Share

dnews.in