Children’s Fair : অরুণ,উদয়,প্রভাত পড়ুয়াদের হাতে তৈরি পদ নিয়ে শিশুমেলা! পিঠে পায়েস,ফুচকা,পাকুড়ি করে নজর কাড়লো কচি কাঁচারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শিক্ষা,সংস্কার ও সেবা এই তিন উদ্দেশ্যকে পাথেয় করে সরস্বতী শরৎপল্লীর সরস্বতী শিশু মন্দিরে অনুষ্ঠিত হলো কচিকাঁচাদের নিয়ে শিশু মেলা ২০২৩। প্রথম বর্ষে এই মেলাতে কয়েক হাজার কচিকাঁচা ও তার অভিভাবকেরা উপস্থিত হন।এই শিশু মেলায় প্রায় ৬০টি স্টল দিয়ে নিজেদের প্রতিভা বিকাশ করেন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।

শনিবার শরৎপল্লী সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিশু মেলা ও উৎসব ২০২৩। এই দিন বিদ্যালয়ে প্রাঙ্গন চত্বরে বসেছিল শিশুদের এই মেলা।মূলত অরুণ,উদয় ও প্রভাতের কচিকাঁচা পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি করা সুস্বাদু পদ নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে।তারা তৈরি করেছিল সুস্বাদু পিঠে,পায়েস,চা,কেক,পাকুড়ি,ফুচকার স্টল অন্যদিকে ছিল হাতের কাজের বিভিন্ন দ্রব্যাদি সহ বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র।এছাড়াও ছিল শিশু বাটিকার বাস্তবিক প্রয়োগ সঙ্গে হাস চক্র,ঘূর্ণন গাড়ি,জাবলিং মিকি মাউস।এরই সঙ্গে খুদে পড়ুয়ারা আয়োজন করেছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়ের শিশুরা তার স্টল নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন অভিভাবকেরা।মূলত শিশুদের নিজস্ব সুপ্ত প্রতিভার সৃজনশীল সৃষ্টি ও বিভিন্ন ধরনের হাতে তৈরি করা পদ উপস্থাপন করার উদ্দেশ্যেই এই মেলা।এই মেলায় শিশুদের সঙ্গে স্টল দিয়ে অংশগ্রহণ করে তার অভিভাবকরা।এছাড়াও এই মেলায় ছিলেন এই শিশু মন্দিরের আচার্য আচর্যাগন ও পরিচালন সমিতির সদস্য সদস্যাবৃন্দ।প্রায় কয়েক হাজার শিশু এবং তাদের অভিভাবকেরা এই মেলায় দেখতে আসেন এবং ঘুরে ঘুরে মজা উপভোগ করেন।এই মেলা শেষে সকল অভিভাবক ও বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের শুভেচ্ছা জানান বিদ্যামন্দিরের আচার্য,আচার্যগণ ও পরিচালন সমিতির সদস্যরা।


Share

dnews.in